বিলাশবহুল বাড়ি সহ সম্পত্তির হিসাবে দিয়ে দুর্নীতির অভিযোগে তৃণমূল নেতাদের নামে পোস্টার! চাঞ্চল্য

Last Updated:

যদিও তৃণমূলের জেলা সহসভাপতি মলয় মুখোপাধ্যায়ের দাবি ঘোলা জলে মাছ ধরতে চাইছে কেউ কেউ ।

#বীরভূম: বীরভূমের দুবরাজপুরের যশপুর গ্রামে পোষ্টারকে ঘিরে চাঞ্চল্য । তৃণমূলের যশপুর অঞ্চল সভাপতি , দুবরাজপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের নাম দিয়ে তাদের বিলাশ বহুল বাড়ি সহ সম্পত্তির হিসাবে দিয়ে দুর্নীতির অভিযোগ করা হয়েছে ওই পোষ্টারে। একই সঙ্গে নানা মজার স্লোগানও ব্যবহার করা হয়েছে । পোষ্টারের ভাষার ব্যবহার দেখে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বর বহিপ্রকাশ বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও তৃণমূলের জেলা সহসভাপতি মলয় মুখোপাধ্যায়ের দাবি ঘোলা জলে মাছ ধরতে চাইছে কেউ কেউ ।
আরও পড়ুন এবার জেলেই অনুব্রত মণ্ডলকে জেরা করতে চায় CBI, সোমবার পৌঁছনোর সম্ভাবনা
এদিকে যশপুরের পাশাপাশি  কান্তোর , পছিয়ারা সহ একাধিক গ্রামে ওই পোষ্টার দেখা যায়। জানাজানি হওয়ার পরই পোষ্টারগুলি ছিঁড়ে ফেলা হয়েছে । পোষ্টারে নাম থাকা পরিমল সৌ অবশ্য তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন । তিনি বলেন , " এই পোস্টার রাতের অন্ধকারে পড়েছে । কারা পোস্টার লাগিয়েছে আমি শুনেছি, তবে দেখিনি । পরে আবার এই পোস্টার ছিরেও দিয়েছে । এই সম্পর্কে আমি আমার উচ্চ ব্লক নেতৃত্বকে জানিয়েছি৷ তাঁরাই এবার যা সিদ্ধান্ত নেবেন । আমার কিছু করার নেই । "
advertisement
advertisement
অন্যদিকে দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ সাহা বলেন, " তৃণমূল নেতাদের নামে যে পোষ্টার পরেছ আমার জানা নেই কারা দিয়েছে ।  তবে এই তৃণমূল কংগ্রেসের নেতারা দায়ী । তারা মানুষকে প্রতারণা করেছে। মানুষ গরিব থেকে গিয়েছে আর নেতারা বড়োলোক হয়েছে ৷" বীরভূম জেলা তৃণমূলের সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, " কে কোথায় পোস্টার দিল না দিল সেটাতো বড়ো কথা নয় । এখন সবাই ঘোলা জলে মাছ ধরতে চাইছে , যাদের এই ধরণের শত্রুতা আছে বা ছিল তারাই এই ধরণের ঘটনা ঘটাচ্ছে । আমরা দলগত ভাবে মোকাবিলা করব এবং ব্লক সভাপতিকে জানানো হয়েছে৷ তিনিও নজর রাখছেন সেরকম কিছু হলে তিনি জেলার সঙ্গে আলোচনা করবেন । "
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বিলাশবহুল বাড়ি সহ সম্পত্তির হিসাবে দিয়ে দুর্নীতির অভিযোগে তৃণমূল নেতাদের নামে পোস্টার! চাঞ্চল্য
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement