Murshidabad News: রক্তের সঙ্কটের মাঝেই হাসপাতালের বাইরে পড়ে আছে রক্তের প্যাকেট!
Last Updated:
বর্তমানে রোগীরা রক্ত পাচ্ছেন না। ব্লাড ব্যাংকের বাইরে পড়ে আছে রক্তের প্যাকেট। আর যা ঘিরে রীতিমতো তৈরি হয়েছে রহস্য।
#মুর্শিদাবাদ: অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে রোগীরা রক্ত পাচ্ছেন না। কেউ বা আবার রক্তের জোগাড় করতে হিমশিম খাচ্ছেন। আর তখনই রক্তের প্যাকেট ফেলে দেওয়া হল হাসপাতালের বাইরে! কান্দি মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের বাইরেই পড়ে রয়েছে রক্তের প্যাকেট। আর যা ঘিরে রীতিমতো তৈরি হয়েছে রহস্যের জট।
মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমা হাসপাতালে রক্তের অভাবে অসুস্থ অবস্থায় স্থানান্তরিত করা হয় কার্যত এক রোগীকে। কিন্তু ওই রুগীর পরিবারের সদস্যরা অভিযোগ করেন যে, রক্ত পরিষেবা সঠিক ভাবে পাওয়া যাচ্ছে না কান্দি হাসপাতালে। আর তারপরেই কার্যত কান্দি মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের পিছনেই পড়ে থাকতে দেখা যায় কয়েকটি রক্তের প্যাকেট।
advertisement
advertisement
যদিও যেগুলির সঠিক তারিখ সীমা পেরিয়ে গেছে। আর তারপরেও ব্যবহার করা হয়নি সেই সমস্ত রক্ত। এই নিয়েই কার্যত শোরগোল পড়ে গিয়েছে কান্দি মহকুমা হাসপাতাল জুড়ে। একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন দাবি তুলেছে, আমরা তো বিনা পয়সায় কান্দি হাসপাতালে রোগীদের রক্ত বিতরণ করে থাকি, তাহলে কেন হাসপাতালে কর্তৃপক্ষ আমাদেরকে না জানিয়ে এই রক্ত এইভাবে রাস্তায় ফেলে দিয়েছে । আমরা তো সেই রক্ত ব্যবহার করতে পারতাম মমুর্ষ রোগীদের জন্য। রক্তের প্যাকেট উদ্ধারের পর সরগরম হয়েছে বর্তমানে কান্দি মহকুমা হাসপাতাল চত্বর।
advertisement
আরও পড়ুন Murshidabad News: সাঁতার না জানার মাসুল, ছোট ছোট ২ শিশুসহ ১ নাবালকের ভয়ঙ্কর মৃত্যু
যদিও চিকিৎসক সৌমিক দাস জানান, কী কারণে এলাকায় রক্তের প্যাকেট পড়েছিল তা খতিয়ে দেখা হবে। আমরা বিষয়টি নিয়ে ব্লাড ব্যাঙ্কের আধিকারিকদের সঙ্গে কথা বলব। কার গাফিলতির কারণে এই রক্তের প্যাকেট হাসপাতালের বাইরে পড়ে থাকল তা নিয়ে ধন্দ্বে হাসপাতাল কর্তৃপক্ষ।
advertisement
কৌশিক অধিকারী
Location :
First Published :
August 29, 2022 2:31 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: রক্তের সঙ্কটের মাঝেই হাসপাতালের বাইরে পড়ে আছে রক্তের প্যাকেট!