Murshidabad News: গ্রামের নাম তক্ষক, ভক্তদের ঢল নামে দেবী নাগেশ্বরী মাতার ৫০০ বছরের প্রাচীন পুজো উপলক্ষে

Last Updated:

Murshidabad News: সেই পুজোকে কেন্দ্র করে হাজার হাজার ভক্তর সমাগম হয় তক্ষক গ্রাম। পাকুড় গাছের নীচে শিলা মূর্তিতেই পূজিত হন মা নাগেশ্বরী দেবী।

+
৫০০

৫০০ বছর পুরনো নাগেশ্বরী মাতার পুজো

কৌশিক অধিকারী, মুর্শিদাবাদ: প্রায় ৫০০ বছর পুরনো তক্ষক গ্রামের নাগেশ্বরী মাতার পুজোয় আজও মানুষের ঢল নামে। অতি প্রাচীন এই পুজোকে কেন্দ্র করে এলাকার মানুষের উন্মাদনা থাকে চোখে পড়ার মতো। সেই পুজোকে কেন্দ্র করে হাজার হাজার ভক্তর সমাগম হয় তক্ষক গ্রাম। পাকুড় গাছের নীচে শিলা মূর্তিতেই পূজিত হন মা নাগেশ্বরী দেবী।
মুর্শিদাবাদ জেলাতে যেমন আছে ইতিহাস। ঠিক তেমনই আছে বহু প্রাচীন দেব দেবতার পুজো। তার মধ্যে উল্লেখযোগ্য নাগেশ্বরী মাতার পুজো।  তক্ষক নাগের নামেই এই গ্রামের নামকরণ। জ্যৈষ্ঠ মাসে সংক্রান্তির এই বিশেষ তিথি থেকেই প্রত্যেক বছর পুজো হয় এই গ্রামদেবতার। এই পুজোকে কেন্দ্র করে বিরাট মেলাও বসে মন্দির প্রাঙ্গণে। পূর্বেই পুজো জমিদারদের দ্বারা পরিচালিত হলেও এই মুহূর্তে গ্রামের পুজোয় রূপান্তরিত হয়েছে। ঝাড়খণ্ড, বীরভূম-সহ মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা থেকে এই পুজোকে কেন্দ্র করে ভক্তদের ভিড় দেখা যায় চোখে পড়ার মতো।
advertisement
আরও পড়ুন : কোন ভিটামিনের অভাবে হাত পায়ে দগদগে হাজা হয়? চুলকানি-জ্বালায় জেরবার অবস্থা? জানুন কী কী খাবেন
স্থানীয় বাসিন্দারা জানান, এই গ্রামের প্রচুর যুবক বিভিন্ন কাজে পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে অন্যান্য কর্মরত মানুষ দূরদূরান্তে থাকলেও এই নাগেশ্বরী মাতার পুজো উপলক্ষে গ্রামে ফিরবেনই। প্রতি বাড়িতেই আত্মীয়-স্বজনের ভিড় থাকে চোখে পড়ার মতো।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: গ্রামের নাম তক্ষক, ভক্তদের ঢল নামে দেবী নাগেশ্বরী মাতার ৫০০ বছরের প্রাচীন পুজো উপলক্ষে
Next Article
advertisement
SIR Enumeration Form: এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দেওয়ার কোনও নথি লাগবে কি? নিয়ম জানাল কমিশন
এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দিতে কোন নথি লাগবে? সব জানাল কমিশন
  • এনুমারেশন ফর্ম নিয়ে গাইডলাইন কমিশনের৷

  • প্রত্যেক ভোটারকে দুটি করে ফর্ম৷

  • ফর্মে কী কী তথ্য দিতে হবে, জানাল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement