Murshidabad Malda News: দিল্লি বেড়াতে গিয়ে মাঝপথেই উধাও! সেদিনের কিশোরী সারদা ঘরে ফিরল যুবতী হয়ে! কাণ্ড শুনে তাজ্জব সবাই
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Murshidabad Malda News: সেদিন দিল্লি রওনা দিয়েছিল মালদা জেলার হবিবপুর থানার কৃষ্ণপুর গ্রামের আদিবাসী কিশোরী সারদা মুর্মূ। কিন্তু দিল্লি পৌঁছানোর আগেই রাস্তায় হারিয়ে যায় সারদা।
#মুর্শিদাবাদ ও মালদা: বছর তিনেক আগে মায়ের সঙ্গে দিল্লি রওনা দিয়েছিল মালদা জেলার হবিবপুর থানার কৃষ্ণপুর গ্রামের আদিবাসী কিশোরী সারদা মুর্মূ। কিন্তু দিল্লি পৌঁছানোর আগেই রাস্তায় হারিয়ে যায় সারদা। পরিবারের তরফে খোঁজাখুঁজি করলেও খোঁজ মেলেনি তার। ঘরের মেয়ের কোনও খবর না পেয়ে তাকে উদ্ধারের আশা ছেড়ে দিয়েছিল পরিবার। পরবর্তীতে প্রশাসনের পক্ষ থেকে তাকে উদ্ধার করা হয় মুর্শিদাবাদের সুতি থেকে।
সুতি থানার পুলিশ সেই সময় সারদাকে আদালতে পেশ করলে তাকে খড়গ্রাম নগরের আম্বেদকর চাইল্ড কেয়ার ইনস্টিটিউট ফর গার্লসে রাখার নির্দেশ দেয় আদালত। নিজের মাতৃভাষা ছাড়া আর কোনও ভাষা না জানায় সারদার বাড়ি খুঁজে পেতেও সমস্যা দেখা দেয়। এবছর গত ৭ই জুলাই নিজের পরিবারের নাম ও ঠিকানা জানায় সারদা মুর্মু। এরপরেই তৎপরতা গ্রহণ করে হোম কর্তৃপক্ষ।
advertisement
advertisement
অবশেষে আম্বেদকর চাইল্ড কেয়ার ইনস্টিটিউট ফর গার্লস হোম থেকে মালদা জেলার হবিবপুর থানার কৃষ্ণপুরে রওনা দেয় এক প্রতিনিধি দল। হবিবপুর থানার সঙ্গে যোগাযোগ করে তার পরিচয় ও পরিবার খুঁজে বের করা হয়।
advertisement
গত ১৪ই জুলাই স্থানীয় গ্রাম পঞ্চায়েত ও থানার পক্ষ থেকে তার পরিবারকে চিঠি দিয়ে জানানো হয় সারদা মুর্মুর সন্ধানের কথা। সেই চিঠির সূত্র ধরেই অবশেষে সারদার মা ও মাসি পৌঁছয় নগরের হোমে। ইতিমধ্যেই আঠারো বছর পূর্ণ হয়েছে সারদার। অবশেষে প্রশাসনের নির্দেশে আদিবাসী তরুণী সারদা মুর্মুকে তুলে দেওয়া হল পরিবারের সদস্যদের হাতে।
advertisement
উপস্থিত ছিলেন খড়গ্রামের বিডিও বাপী ধর, হোমের সুপারিনটেনডেন্ট মিঠু মণ্ডল। গত দুই বছর ধরে এই হোমেই পড়াশোনা ও বেড়ে ওঠা সারদা মুর্মুর। তিন বছর পরে পরিবারকে দেখতে পেয়ে খুশিতে ভেসেছে সারদাও। হোমের দিদিদের ছেড়ে তিন বছর পর মা-এর হাত ধরে বাড়ি ফিরে গেল সারদা মুর্মু।
advertisement
মঙ্গলবার সকালে নিজের বাড়ি মালদা জেলার হবিবপুর থানার কৃষ্ণপুর গ্রামে পৌঁছে যায় সারদা মুর্মু। আদিবাসী পরিবারের নিজের মেয়েকে ফিরে পেয়ে খুশি হয়েছেন পরিবারের সদস্যরা । দীর্ঘ তিন বছর পরে মা ও মাসির কাছে আবার আগের মতো স্নেহে আদরে থাকবে সারদা মুর্মু। বর্তমানে এই গ্রাম ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম। আর এই গ্রাম থেকে কাজের আশায় কন্যাকে নিয়ে দিল্লি গিয়েছিলেন সারদার মা। অবশেষে প্রশাসনের সহযোগিতায় ফিরে এল সারদা মুর্মু। ফিরল তার নিজের বাড়িতে।
advertisement
প্রতিবেদনঃ কৌশিক অধিকারী ও হরষিত সিংহ
মালদা ও মুর্শিদাবাদ
Location :
First Published :
July 19, 2022 11:41 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad Malda News: দিল্লি বেড়াতে গিয়ে মাঝপথেই উধাও! সেদিনের কিশোরী সারদা ঘরে ফিরল যুবতী হয়ে! কাণ্ড শুনে তাজ্জব সবাই