জানা গিয়েছে জাপান মঙ্গলে একটি গ্লাস হ্যাবিট্যাট তৈরির পরিকল্পনাও করছে। কাচের বাসস্থান অর্থাৎ মানুষ একটি কৃত্রিম জায়গায় বাস করবে, যার বায়ুমণ্ডল তৈরি করা হবে পৃথিবীর মত। পেশী এবং হাড় সাধারণত কম মাধ্যাকর্ষণ-সহ জায়গায় দুর্বল হয়ে যায়। তাই মানুষের বাসস্থানের যোগ্য কৃত্রিম বায়ুমণ্ডল তৈরি করা হবে। এটি এমনভাবে প্রস্তুত করা হবে যাতে এত মাধ্যাকর্ষণ এবং এমন বায়ুমণ্ডল থাকে যাতে মানুষের পেশী এবং হাড় দুর্বল না হয়।
এখন পর্যন্ত আমরা শুধুমাত্র চন্দ্রযান এবং মঙ্গলযান সম্পর্কে জেনেছি। কিন্তু এবার শীঘ্রই মানুষ পৃথিবী থেকে বুলেট ট্রেনে চড়ে চাঁদ এবং মঙ্গল গ্রহে যেতে সক্ষম হবে। এই মুহূর্তে এই নিয়ে জাপান একটি বড় প্রকল্পে কাজ করছে। এর আওতায় পৃথিবী থেকে চাঁদে বুলেট ট্রেন চালানোর পরিকল্পনা নিয়ে কাজ করছে জাপান। জাপানের পরিকল্পনা হচ্ছে এই বুলেট ট্রেন প্রথমে চাঁদে নিয়ে যাবে, এই পরিকল্পনা সফল হলে মঙ্গলগ্রহেও নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।