Viral Video: গা ছমছমে ভাইরাল ভিডিও, সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে মুহূর্তেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভিউ
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Viral Video: ৩৩ সেকেন্ডের ভিডিওটিতে একটি ফ্যাকাশে শরীরের মানুষের মতো দেখতে ছায়া দেখা যাচ্ছে। দেখুন...
ভিডিওটি কীসের হতে পারে তা নিয়ে বিশ্বজুড়ে প্যারানরমাল চর্চায় আগ্রহীদের মধ্যে বিতর্কের জন্ম দিয়েছে৷ ছবিটি দেখলে মনে হচ্ছে এটি অনেকটা স্পেকট্রাল মুভির কাহিনীতে উঠে আসা ধ্বংস হয়ে যাওয়া মানুষের মতো। ৩৩ সেকেন্ডের ওই ভিডিওটিতে একটি ফ্যাকাশে শরীরের মানুষের মতো দেখতে ছায়া দেখা যাচ্ছে। ওই ছায়াটি বাড়ির পিছনের বাগানের কাছে গেটের সামনে এগিয়ে যেতে থাকে। ক্ষীণ এবং কুঁকড়ে যাওয়া শরীর নিয়ে বাড়ির মালিকের গাড়ির কাছে যাওয়ার সময় ছায়াটি খানিকটা সাবধানে চারপাশে তাকাতে তাকাতে যাচ্ছে।
advertisement
Here's the video of the Pale creature caught on a security cam near Moorhead, KY. #cryptid pic.twitter.com/jCexxlQTA0
— Paranormality Magazine (@ParanormalityM) July 9, 2022
advertisement
ক্লিপটির অডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে, ‘কী অদ্ভুদ! ওর মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে।‘ ক্লিপটি আপলোডের সময় ক্যাপশনে লেখা ছিল, "৯ জুলাই মুরহেড, কেওয়াই-এর কাছে সিকিউরিটি ক্যামেরায় ধরা এক অশরীরী প্রাণীর ভিডিও"। ভিডিওটি আপলোড হতেই প্রায় অর্ধেক মিলিয়ন মানুষ ভিডিওটি দেখেছেন। বেশ কিছু ট্যুইটার ব্যবহারকারীরা ভিডিওটি দেখে নিজেদের মধ্যে আলোচনাও শুরু করেছেন। এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘আমার কাছে প্রশ্ন হল, এটি কি ইনফ্রারেড? কারণ ফ্যাকাশে রঙের প্রাণীটি আসলে হয় তো কোনও গাঢ় রঙের পোশাক পরা হবে এবং সেক্ষেত্রেই সাদা দেখানোর সম্ভাবনা বেশি।‘
advertisement
অন্য এক ব্যবহারকারী জানিয়েছেন যে, ‘যদি এটি একটি সিকিউরিটি ক্যাম দিয়ে নেওয়া, তবে ক্যামেরাটি নড়ছে কেন? এটা দেখে তো মনে হচ্ছে যে কেউ ক্যামেরাটা ধরে রেখেছে? সিকিউরিটি ক্যামগুলো স্থির হয়ে থাকে এভাবে চারপাশে ঘোরে না।‘প্যারানর্মাল বিষয়ে গবেষণারত এক ব্যক্তি উত্তর করেছেন, ‘ক্যামেরা কেন নড়ছে সেটার উত্তর আপনি মনিটরের গ্লাসে থাকা ফুটেজ রেকর্ড করা ব্যক্তির ছায়া থেকেই দেখতে পারেন, তবে এই ধরনের রেকর্ডিংয়ে মূল ফুটেজের গুণমান কমে যায়। আমরা আসলে কী দেখছি তা জানার উপায় নেই।‘
advertisement
২০১৬ সালের প্রকাশিত ছবি স্পেকট্রালে (Spectral) চলচ্চিত্র নির্মাতারা এমনই একটি চলমান আইনস্টাইন-বোস কনডেনসেটকে চারপাশে ঘূর্ণায়মান অবস্থায় ঘুরতে দেখিয়েছিলেন। ওই কনডেনসেটটি অন্যান্যদের ফ্রিজ করে দিয়ে হত্যা করত। ওই মুভিটিও কনডেনসেটের আচরণ সম্পর্কে ইন্টারনেটে অনেক বিতর্ক সৃষ্টি করেছিল।
Location :
First Published :
July 19, 2022 5:54 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: গা ছমছমে ভাইরাল ভিডিও, সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে মুহূর্তেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভিউ