Kartik Puja 2021: বেলডাঙায় কার্তিক পূজো মেতে উঠবেন শহরবাসী, হবে কার্তিক লড়াই 

Last Updated:

বেলডাঙায় কার্তিক পূজো মেতে উঠবেন শহরবাসী। হবে কার্তিক লড়াই 

বেলডাঙায় শেষ মুহূর্তে চলছে কার্তিক পূজো প্রস্তুতি 
বেলডাঙায় শেষ মুহূর্তে চলছে কার্তিক পূজো প্রস্তুতি 
কৌশিক অধিকারীঃ বেলডাঙাঃ কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ, দুর্গাপূজা কালীপূজা জগদ্ধাত্রী পূজা শেষ হয়েছে এবার কার্তিক পূজায় (Kartik Puja 2021) মেতে উঠবেন সমগ্র বেলডাঙা বাসীরা। বুধবার রাতে কার্তিক পূজোয় মেতে উঠবেন গ্রামের বাসিন্দারা ।কার্তিক পূজোতো আছেই। তার চেয়েও বড় হল পূজোর শোভাযাত্রা কার্তিক লড়াই নামে যা বেশি পরিচিত। শতাব্দী প্রাচীন ঐতিহাসিক এই উৎসবে মেতে উঠেছে মুর্শিদাবাদের বেলডাঙা। কোভিড পরিস্থিতিতে গ্রামীণ মেলা না হলেও আলোর সাজে সেজে উঠেছে শহর। বৃহস্পতিবার কার্তিক লড়াইয়ের প্রস্তুতি চলছে জোর কদমে।
কার্তিক মাসের শেষ দিনে এই কার্তিক পূজোর (Kartik Puja 2021) আয়োজন করা হয়, বুধবার কার্তিক মাসের শেষ দিন। কার্তিক পূজোর পর বৃহস্পতিবার দিন-রাত শ’তিনেক ছোট-বড় মূর্তির নিরঞ্জনকে ঘিরে যাবতীয় উন্মাদনা। বড় মূর্তিগুলির গড় উচ্চতা ১২-১৪ ফুট। সেগুলিকে কাঠামো-সহ বাঁশের মাচায় চাপিয়ে শহরের রাস্তা দিয়ে বাদ্যযন্ত্র-সহ শোভাযাত্রা বের হয় যা বাস্তবেই দেখার মতো দৃশ্য। কে-কত ভাল শোভাযাত্রা করল, তা নিয়ে মূলত লড়াই।
advertisement
পূজো উদ্যোক্তা শহরের বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক তাপস মুখার্জি জানান, বৃহস্পতিবার বেলডাঙা মেতে উঠবে কার্তিক লড়াইয়ে। লড়াই কেন? উদ্যোক্তারা জানাচ্ছেন, দুপুর থেকে রাত পর্যন্ত তামাম বেলডাঙা ও আশপাশ এলাকার হাজারও মানুষ ভিড় করে দাঁড়িয়ে থাকেন রাস্তার দু’পাশে। মূলত মণ্ডপতলা থেকে ছাপাখানা মোড় পর্যন্ত সবথেকে বেশি ভিড় হয়। কারণ, সেই রাস্তা দিয়েই এলাকার সমস্ত প্রতিমা নিয়ে শোভাযাত্রা বেরোয়। কোন প্রতিমা কত বড়, কারা আগে গিয়ে রাস্তার চৌমাথা দখল করবে, কাদের পূজোর বাদ্যর কত দাম, কোন প্রতিমার গলায় সব থেকে দামি মালা, চলে তারই প্রতিযোগিতা। সেটাই আসলে কার্তিক লড়াই।
advertisement
advertisement
যদিও কোভিড পরিস্থিতির কারণে গতবছর বন্ধ ছিল শোভাযাত্রা, তবে এবছর প্রথম দিকে অনুমতি না দিলেও পরে অনুমতি দেওয়া হয় শোভাযাত্রা করার জন্য। আর শোভাযাত্রা হবে শুনেই উচ্ছাস্বিত বেলডাঙা বাসীরা।আর এই লড়াই সামলাতে প্রতি বছর হিমশিম খেতে হয় স্থানীয় পুরসভা ও প্রশাসনকে। ফলে ক’দিন ধরেই বেলডাঙার প্রাচীন ঐতিহ্য, কার্তিক লড়াই যাতে সুষ্ঠু ভাবে সম্পন্ন হয় তার জন্য সব রকম ভাবে প্রস্তুত আছে বলে দাবি করেছে প্রশাসন। গত কয়েক বছর ধরে কমবেশি ৩৫০ টিরও বেশি কার্তিক পূজো হয়। দর্শনার্থীর সংখ্যা থাকে লক্ষাধিক। ফলে এই বিপুল ভিড় সামাল দিতে কী করণীয়, পূজো কমিটিগুলোকে নিয়ে প্রশাসন একটি বৈঠকও করে এবং কোভিড বিধি মেনেই পূজো করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার সকলেই মেতে উঠবেন এই কার্তিক পূজোকে (Kartik Puja 2021) কেন্দ্র করে।
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Kartik Puja 2021: বেলডাঙায় কার্তিক পূজো মেতে উঠবেন শহরবাসী, হবে কার্তিক লড়াই 
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement