Murshidabad News: ডোমকল হাসপাতালে দালাল চক্রের শিকার সাধারণ মানুষ, পাকড়াও এক অভিযুক্ত

Last Updated:

সাধারণ মানুষের প্রশ্ন, সাধারণ গরিব মানুষ হাসপাতালে এসেও যদি দালাল চক্রের শিকার হতে হয়, তাহলে আর কার উপরে ভরসা করা যাবে।ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা হাসপাতাল চত্বরে।

+
ডোমকল

ডোমকল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে দালাল কে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ 

#মুর্শিদাবাদ: দালাল চক্রের শিকার সাধারণ মানুষ, ঘটনাটি ঘটেছে শনিবার রাতে মুর্শিদাবাদের ডোমকল থানার ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে । আজের আলি নামে বহিরাগত এক ব্যক্তি সুপার স্পেশালিটি থেকে রক্তের সিরিঞ্জ সহ যাবতীয় জিনিসপত্র নিয়ে রোগীর কাছ থেকে রক্ত নিচ্ছিলেন। ঠিক সেই সময়ই স্থানীয় যুবকরা জানতে পেরেই তার কাজে বাঁধা দেয়। সেখানেই শুরু হয় বাক বিতান্ডা। দালাল চক্রে যার নাম এসেছে তিনি হচ্ছেন আজের আলি, তাকে প্রশ্ন করতেই চড়াও হয় যুবকদের উপর। তারপরেই স্থানীয় যুবকরা ডোমকল থানায় ফোন করলে সেখান থেকেই পুলিশ এসে অভিযুক্তকে তুলে নিয়ে যায় ডোমকল থানায়।
ঘটনার জেরে অন্যান্য রোগীর পরিবারের সদস্যরা অভিযোগ করেন৷ তারা বলেন, এর আগেও আমাদের কাছ থেকে এইভাবে রক্ত নিয়ে গিয়েছিলেন বহিরাগত যুবক, কিন্তু অভিযুক্ত সবসময় কর্তব্যরত চিকিৎসকের সঙ্গেই  ঘুরছিলেন, এমন অভিযোগ ওঠে৷
advertisement
সাধারণ মানুষের প্রশ্ন, সাধারণ গরিব মানুষ হাসপাতালে এসেও যদি দালাল চক্রের শিকার হতে হয়, তাহলে আর কার উপরে ভরসা করা যাবে।ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা হাসপাতাল চত্বরে।
advertisement
প্রসঙ্গত উল্লেখ্য, সমস্ত সরকারি হাসপাতালে রক্তের বিভিন্ন নমুনা সংগ্রহ করে তা টেষ্ট করা হয় সম্পূর্ণ বিনামূল্যে। কিন্তু বিভিন্ন হাসপাতালে দেখা যায়, বর্তমানে দালাল চক্রের বাড়বাড়ন্ত বেড়েই চলেছে। যার ফলে সাধারণ রোগীরা অসুবিধার সম্মুখীন হচ্ছেন। যদিও এই ঘটনায় সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।কারা এই ঘটনার সঙ্গে জড়িত তারও তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন ।
advertisement
কৌশিক অধিকারী
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: ডোমকল হাসপাতালে দালাল চক্রের শিকার সাধারণ মানুষ, পাকড়াও এক অভিযুক্ত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement