Murshidabad News: কার্তিক লড়াইয়ে আগে সেজে উঠছে বেলডাঙা! আলপনার রঙে রঙিন হল রাস্তা
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
Last Updated:
রাত পেরোলেই কার্তিক পুজো। বৃহস্পতিবার কার্তিক পুজো মেতে উঠবেন বেলডাঙাবাসী। আর কার্তিক পুজোর পরের দিনে শুক্রবার হবে শহর জুড়ে কার্তিক লড়াই। আর তার আগে সেজে উঠছে শহর। বেলডাঙা পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে আলপনা রঙিন রঙে সাজানো হচ্ছে।
#মুর্শিদাবাদঃ রাত পেরোলেই কার্তিক পুজো। বৃহস্পতিবার কার্তিক পুজো মেতে উঠবেন বেলডাঙাবাসী। আর কার্তিক পুজোর পরের দিনে শুক্রবার হবে শহর জুড়ে কার্তিক লড়াই। আর তার আগে সেজে উঠছে শহর। বেলডাঙা পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে আলপনা রঙিন রঙে সাজানো হচ্ছে। রাত দিন পরিশ্রম করে শহরের কিছু যুবক যুবতী ও চিত্র অঙ্কনের সঙ্গে যুক্ত ছাত্র ও ছাত্রীরা তারা আলপনা দিচ্ছেন। যার ফলে শহরের রঙিন আলপনা রঙে সেজে উঠছে বেলডাঙা।
আলপনা রঙিন রঙে এক আলাদা মাত্র যোগ করেছে এবছরের কার্তিক পুজোতে। মুলত, বেলডাঙ্গার কার্তিক পুজো রাজ্যে জুড়ে সুখ্যাতি রয়েছে। কার্তিক মাসের শেষ দিনে এই কার্তিক পুজো আয়োজন করা হয়, বৃহস্পতিবার কার্তিক মাসের শেষ দিন। কার্তিক পুজোর পর শুক্রবার দিন-রাত শ’তিনেক ছোট-বড় মূর্তির নিরঞ্জনকে ঘিরে যাবতীয় উন্মাদনা। বড় মূর্তিগুলির গড় উচ্চতা ১২-১৪ ফুট।
advertisement
advertisement
সেগুলিকে কাঠামো-সহ বাঁশের মাচায় চাপিয়ে শহরের রাস্তা দিয়ে বাদ্যযন্ত্র-সহ শোভাযাত্রা বেরয় যখন বাস্তবিকই দেখার মতো দৃশ্য। কে-কত ভাল শোভাযাত্রা করল, তা নিয়ে মূলত লড়াই। গত কয়েক বছর ধরে কমবেশি ৩৫০ টিরও বেশি কার্তিক পুজো হয়। দর্শনার্থীর সংখ্যা থাকে লক্ষাধিক। ফলে এই বিপুল ভিড় সামাল দিতে কী করণীয়, পুজো কমিটিগুলোকে নিয়ে প্রশাসন একটি বৈঠকও করে।
advertisement
Koushik Adhikary
view commentsLocation :
First Published :
November 16, 2022 7:05 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: কার্তিক লড়াইয়ে আগে সেজে উঠছে বেলডাঙা! আলপনার রঙে রঙিন হল রাস্তা