Murshidabad News: বড় চমক অধীরের! রাস্তা সারানোর দাবিতে হাঁটলেন ২১ কিলোমিটার!

Last Updated:

কুলি থেকে ফুটিসাঁকো পর্যন্ত বেহাল রাজ্যে সড়ক। মুর্শিদাবাদ জেলার ফরাক্কার হলদিয়া বাদশাহী সড়কের মধ্যে অবস্থিত কুলি থেকে ফুটিসাঁকো পর্যন্ত রাস্তা। কিন্তু এই রাস্তা কয়েক বছর ধরে বেহাল থাকার কারণে নিত্যদিন ঘটে চলে দুর্ঘটনা।

+
বাদশাহী

বাদশাহী সড়কে হাঁটছেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী 

#মুর্শিদাবাদঃ কুলি থেকে ফুটিসাঁকো পর্যন্ত বেহাল রাজ্যে সড়ক। মুর্শিদাবাদ জেলার ফরাক্কার হলদিয়া বাদশাহী সড়কের মধ্যে অবস্থিত কুলি থেকে ফুটিসাঁকো পর্যন্ত রাস্তা। কিন্তু এই রাস্তা কয়েক বছর ধরে বেহাল থাকার কারণে নিত্যদিন ঘটে চলে দুর্ঘটনা। ফলে রাস্তায় বড় বড় খানা খন্দে পরিনত হয়েছে। এবার রাস্তার পুর্ন সংস্করণের দাবিতে পথে নামলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। কুলি মোড় থেকে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে এই পদযাত্রায় সামিল হলেন। মুর্শিদাবাদ জেলার শেষ প্রান্ত মারুট পর্যন্ত এই পদযাত্রা করলেন।
অধীর চৌধুরী বলেন, চার বছর ধরে এই রাস্তা পড়ে আছে মুর্শিদাবাদ জেলার এই সড়ক একটি লাইফ লাইন সারা বর্ধমানের সাথে শুধু মুর্শিদাবাদ জেলা নয় মুর্শিদাবাদ হয়ে একটি উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ একটি লাইফলাইন কিন্তু আজকে এই লাইফ লাইন চলাচলের অযোগ্য। এই রাস্তা জীবন রেখা, চলাচলের আজকে অযোগ্য হয়ে দাঁড়িয়েছে। অথচ এই রাজ্য সড়ক সংস্কারের জন্য বিশেষ অর্থ বরাদ্দ হয় না।
advertisement
আরও পড়ুনঃ ভরতপুরে ২৩টি বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখি উদ্ধার! গ্রেফতার দুই
তবে রাজ্যে মেলা চলে, খেলা চলে দুর্গা পুজো অনুষ্ঠান চলে। কত কোটি কোটি টাকা খরচ হচ্ছে। কিন্তু কয়েক কোটি টাকা যদি খরচ করে দেয় তাহলে এই এলাকার লক্ষ লক্ষ মানুষ, কৃষক সাধারণ মানুষ সকলেই অনেক উপকার হবে। এই উপলব্ধি এই সরকারের নেই। এই রাস্তা দিয়ে বিরাট অংশের মানুষ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য পরিষেবার জন্য যাতায়াত করেন। আমরা তাই দাবি করছি এই রাস্তা সংস্কার করতে হবে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ পানীয় জল থেকে নিকাশী নালার সমস্যা, কিছুই মেলে না এই ওয়ার্ডের বাসিন্দাদের!
এই রাজ্য সড়ক সংস্করণ না হলে আগামী দিনে পথ অবরোধ করা হবে। রাস্তা অবিলম্বে সংস্করণ করতে হবে। এই সরকার কোথায় টাকা খরচ করতে হবে সেটা জানে না যাদেরকে ঠিকাদারি দেওয়া হয় তারা প্রথমেই চুরি করে ভাগ ঘরে ঢুকিয়ে নেওয়া হয় তারপরে যেটা বাঁচে সেটা দিয়ে কাজ হয়। সেই কাজের আয়ু কতদিন হবে সেটা সবাই জানে।
advertisement
Koushik Adhikary
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: বড় চমক অধীরের! রাস্তা সারানোর দাবিতে হাঁটলেন ২১ কিলোমিটার!
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement