Murshidabad News: পানীয় জল থেকে নিকাশী নালার সমস্যা, কিছুই মেলে না এই ওয়ার্ডের বাসিন্দাদের!
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
মুর্শিদাবাদ জেলার বেলডাঙা পৌরসভা ।প্রাচীন পৌরসভার মধ্যে অন্যতম। তবে মুর্শিদাবাদ জেলা মুলত আর্সেনিক প্রবল এলাকা। মুর্শিদাবাদ জেলার বেলডাঙা পুরসভার ১৩নং ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ, পানীয় জল থেকে নিকাশী নালার সমস্যায় জর্জরিত।
#মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদ জেলার বেলডাঙা পৌরসভা ।প্রাচীন পৌরসভার মধ্যে অন্যতম। তবে মুর্শিদাবাদ জেলা মুলত আর্সেনিক প্রবল এলাকা। মুর্শিদাবাদ জেলার বেলডাঙা পুরসভার ১৩নং ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ, পানীয় জল থেকে নিকাশী নালার সমস্যায় জর্জরিত। দীর্ঘ সাত বছর ধরে তার পুরসভার কোন সুবিধা পাচ্ছেন না। এখন এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে যে ওই অঞ্চলে বসবাসের অযোগ্য হয়ে উঠেছে। এলাকার লোকেরা সেখানে বাড়ি ঘর ছেড়ে, অন্যত্র বাড়ি ভাড়া নিয়ে থাকতে হচ্ছে। তবে যাদের ক্ষমতা নেই তারা বাধ্য হয়ে এই অস্বাস্থ্যকর পরিবেশে কষ্ট করে বসবাস করছেন।
বিশেষত জল নিকাশী ব্যবস্থা ও মাত্র ১৫০ মিটার রাস্তার অভাবেই এই পরিস্থিতি। এই এলাকায় ১৫০ লোকের বসবাস এখানে। পানীয় জলের দিক থেকে দেখতে গেলে ১৩ ও ১৪নং ওয়ার্ডের জলে আর্সেনিক এর মাত্রা বেশি থাকায় তা বর্তমানে পান করার জন্য অযোগ্য। ভোটের আগে অনেক প্রতিশ্রুতি দেন ভোট মিটে গেলেও কোন কাজ হয়না বলে অভিযোগ। এলাকাতে বেলডাঙা পৌরসভার পক্ষ থেকে অনেক প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি নির্মান করে তাতে প্রধান মন্ত্রী আবাস যোজনার বদলে পুরসভার উদ্যোগে নির্মিত বাড়ি লেখা রয়েছে।
advertisement
advertisement
এলাকার উন্নতির জন্য বেলডাঙা পৌরসভাকে বারংবার জানিও কোন কাজ হয়নি বলে অভিযোগ। এমকি পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিমের কাছেও এই বিষয়ে নিয়ে চিঠি করেছেন। তাতেও কোন সুরাহা হয়নি, হচ্ছে হবে দিনের পর দিন চলে যাচ্ছে কাজের কাজ হচ্ছে না বলে দাবি এলাকা বাসীদের। তবে কবে এই সমস্যার সমাধান হবে তার দিকে তাকিয়ে আছেন এলাকার বাসিন্দারা।
advertisement
Koushik Adhikary
view commentsLocation :
First Published :
November 11, 2022 12:24 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: পানীয় জল থেকে নিকাশী নালার সমস্যা, কিছুই মেলে না এই ওয়ার্ডের বাসিন্দাদের!