Murshidabad News: বাইক চুরিতে ঝাড়খণ্ড থেকেই চলত অপারেশন! তিনজনকে পাকড়াও করল পুলিশ

Last Updated:

বেশ কিছু দিন ধরেই বাইক চুরির ঘটছে রাজ্যের বিভিন্ন এলাকায়। বাইক চুরির ঘটনায় বড় ধরনের সাফল্য পেল জঙ্গিপুর জেলা পুলিশ। জঙ্গিপুর জেলা পুলিশ অন্তর্গত সামশেরগঞ্জ থানা এলাকায় নাকা চেকিং চলাকালীন একজনকে গ্রেফতার করে।

+
মটর

মটর বাইক সহ ধৃত তিনজন 

#মুর্শিদাবাদঃ বেশ কিছু দিন ধরেই বাইক চুরির ঘটছে রাজ্যের বিভিন্ন এলাকায়। বাইক চুরির ঘটনায় বড় ধরনের সাফল্য পেল জঙ্গিপুর জেলা পুলিশ। জঙ্গিপুর জেলা পুলিশ অন্তর্গত সামশেরগঞ্জ থানা এলাকায় নাকা চেকিং চলাকালীন একজনকে গ্রেফতার করে। তার কাছ থেকে ৯টি চোরাই মটর বাইক উদ্ধার করে। অপরদিকে রঘুনাথগঞ্জ থানার পুলিশ রঘুনাথগঞ্জে দুজন বাইক চোর সহ দশটি মোটর বাইক উদ্ধার করে। মঙ্গলবার রঘুনাথগঞ্জে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন জঙ্গিপুর পুলিশ সুপার ডক্টর ভোলানাথ পান্ডে।
জঙ্গিপুর জেলা পুলিশ সুপার ভোলানাথ পান্ডে জানান, জঙ্গিপুর জেলা পুলিশের অধীনে সমস্ত থানায় অ্যান্টি ক্রাইম টিম গঠন করা হয়েছে। গত চব্বিশ ঘণ্টায় জঙ্গিপুর পুলিশ জেলার সামশেরগঞ্জ ও রঘুনাথগঞ্জ থানায় অভিযান চালিয়ে মোট ১৯টি মটর বাইক উদ্ধার করা হয়েছে। পাশাপাশি আরও আন্তঃ জেলা ও আন্তঃ রাজ্য মটর বাইক চক্রের হদিশ মিলেছে। জানা গিয়েছে, ধৃতের নাম বাপী দাস বাড়ি রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত পঞ্চবাটি ও আশিক সেখ রঘুনাথগঞ্জ থানার কানুপুড়ে বাড়ি। ধৃত দুইজনের কাছ থেকে দশটি চোরাই মটর বাইক উদ্ধার করা হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ নিউজ ১৮ লোকালের খবরের জের! করালীতলার ভগ্ন সেতু তৈরি হচ্ছে নতুনভাবে
অন্যদিকে, সামশেরগঞ্জ থানা এলাকায় তল্লাশি চালিয়ে জাফর সেখ বাড়ি ঝাড়খণ্ডের পাকুর গ্রামে তাকে গ্রেফতার করা হয়। ধৃতের কাছ থেকে ৯টি মটর চোরাই বাইক উদ্ধার করা হয়েছে। ধৃত তিনজনকে পুলিশ জিজ্ঞেসবাদ শুরু করেছে। ধৃত তিনজনকে ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে মঙ্গলবার জঙ্গিপুর মহকুমা আদালতে পেশ করা হয়। পুলিশ সুপার ভোলানাথ পান্ডে এও জানান, রঘুনাথগঞ্জ শহরের মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে বেশ কিছু দিন ধরেই মটর বাইক চুরি যাচ্ছিল পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বাপী দাস কে গ্রেফতার করে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ গঙ্গা ভাঙন পরিদর্শন অধীরের, কথা বললেন গ্রামবাসীদের সঙ্গে
তবে প্রাথমিক ভাবে অনুমান এরা সকলেই আলাদা ভাবে মটর বাইক চুরি করত। রঘুনাথগঞ্জ ও সামশেরগঞ্জে পুলিশের নাকা চেকিং চলা কালীন মটর বাইকের সঠিক বৈধ কাগজপত্র দেখতে গিয়ে দেখা যায় কাগজ বৈধ দেখাতে পারেনি। তখন সন্দেহ হলে তাদের কে জিজ্ঞাসাবাদ করতেই মটর বাইক চুরির চক্রের ঘটনা সামনে আসে। তবে জঙ্গিপুর পুলিশ জেলায় একসঙ্গে এত বড় সাফল্য পেল মটর বাইক চুরি চক্রের ঘটনায়।
advertisement
Koushik Adhikary
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: বাইক চুরিতে ঝাড়খণ্ড থেকেই চলত অপারেশন! তিনজনকে পাকড়াও করল পুলিশ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement