Murshidabad News: নিউজ ১৮ লোকালের খবরের জের! করালীতলার ভগ্ন সেতু তৈরি হচ্ছে নতুনভাবে
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
আমরা নিউজ ১৮ লোকালের খবর সম্প্রচার করেছিলাম ১০ই অক্টোবর। সেতুর ভগ্নদশা নিয়ে খবর করার পরে অবশেষে নড়ে চড়ে বসে প্রশাসন। অবশেষে সরকারী নিয়ম মেনেই ব্রিটিশ আমলের এই সেতু ভাঙা হল।
#মুর্শিদাবাদঃ আমরা নিউজ ১৮ লোকালের খবর সম্প্রচার করেছিলাম ১০ই অক্টোবর। সেতুর ভগ্নদশা নিয়ে খবর করার পরে অবশেষে নড়ে চড়ে বসে প্রশাসন। অবশেষে সরকারী নিয়ম মেনেই ব্রিটিশ আমলের এই সেতু ভাঙা হল। হলদিয়া-ফরাক্কা রাজ্য সড়কের ওপর বড়ঞা থানার করালিতলা এলাকায় কানা ময়ূরাক্ষী নদীর উপর অবস্থিত সেতু নির্মানের কাজ শুরু করেছে জেলা পূর্ত দফতর। জানা যায়, ব্রিটিশ আমলের তৈরি সেতু, দুর্বল হয়ে ছিল অনেকদিন আগেই। সেই সেতু দিয়ে ভারী যান চলাচলে, সেতুতে একাংশ ভেঙে ফুটো হয়ে গিয়েছিল।
সেতুটি ভেঙ্গে যাওয়ার পর পুর্ত দফতরের তরফে একটি অস্থায়ী বিকল্প সেতু নির্মাণ করে যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে। এই রাস্তার দিয়ে যাতায়াত করে বিভিন্ন রাজ্যের পণ্যবাহী যানবাহন। ফলে যানবহনের অতিরিক্ত চাপে ওই সেতুর কাছে নিত্য যানজট সৃষ্টি হয়। অস্থায়ী বিকল্প সেতু নির্মাণ করা হলেও তাতে সমস্যার সুরাহা হচ্ছে না বলে দাবি পথচারীদের। হলদিয়া ফারাক্কা বাদশাহী সড়কের ওপর বড়ঞা থানার এলাকায় করালিতলাতে কানা ময়ূরাক্ষী নদীর উপর অবস্থিত মাত্র ৭০ মিটার দীর্ঘ সেতু।
advertisement
আরও পড়ুনঃ বাইক চুরিতে ঝাড়খণ্ড থেকেই চলত অপারেশন! তিনজনকে পাকড়াও করল পুলিশ
পূর্ত দফতর সূত্রে খবর ২০১৯ সালের ডিসেম্বরে ওই সেতুর উপর দিয়ে একটি ট্যাংকার যাওয়ার সময় সেতু টি একাংশ ভেঙ্গে গিয়ে সেতুর মধ্যে ফুটো হয়ে যায়। এরপর পূর্ত দফতরের কর্তারা ওই সেতু দিয়ে তিন টনের অধিক ভারী যানবাহন যাতায়াতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে। সেই থেকে বন্ধ ছিল ওই সেতু। স্থানীয় বাসিন্দাদের দাবি, কলকাতা সঙ্গে উত্তরবঙ্গ সংযোগের অন্যতম প্রধান মাধ্যম হলদিয়া ফারাক্কা বাদশাহী সড়ক। এই পথে যাতায়াত করে অসম সহ অন্য রাজ্যের পণ্যবাহী যানবাহন। ফলে ব্যস্ততা ও গুরুত্বের নিরিখে কার্যত অলিখিত জাতীয় সড়ক পরিণত হয়েছে এই রাস্তা।
advertisement
advertisement
আরও পড়ুনঃ কান্দি রনগ্রাম ব্রীজ অবরোধ করে বিক্ষোভ বিজেপির
এই কারণে যানবহনের অতিরিক্ত চাপে ওই সেতুর কাছে নিত্য যানজট সৃষ্টি হয়। সেতুটি ভেঙ্গে যাওয়ার পর পূর্ত দফতরের তরফে পাশে একটি অস্থায়ী বিকল্প সেতু নির্মাণ করে যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে। তবে ওই সেতুটি কতদিন স্থায়ী হবে তা নিয়ে সংশয় ছিল স্থানীয় বাসিন্দা থেকে পরিবহন ব্যবসায়ীরা। অবশেষে সেতু ভেঙে নতুন করে নির্মাণ করা হবে বলে জানা গিয়েছে। যাতে খুশি প্রকাশ করেছেন সাধারণ মানুষজন।
advertisement
Koushik Adhikary
Location :
First Published :
November 08, 2022 4:11 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: নিউজ ১৮ লোকালের খবরের জের! করালীতলার ভগ্ন সেতু তৈরি হচ্ছে নতুনভাবে