মুর্শিদাবাদ: রাজ্যে সরকারের পক্ষ থেকে কন্যাশ্রী প্রকল্প চালু করা হলেও গ্রামীণ এলাকায় এখনও চলছে নাবালিকার বিয়ে। আর সেই নাবালিকার বিয়ে রদ করা হল মুর্শিদাবাদে। মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার সরডাঙ্গা গ্রামে, নাবালিকার বিয়ে বন্ধ করল ব্লক প্রশাসন, পুলিশ ও সিনি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। ওই গ্রামের এক নাবালিকার বিয়ের ঠিক করে পরিবারের লোকজন। সেই খবর পেয়ে এদিন ব্লক প্রশাসন ভরতপুর থানার পুলিশকে নিয়ে ওই নাবালিকার বাড়ি পৌঁছায়। মেয়ের জন্মের প্রমাণপত্র দেখে মেয়ের বয়স ১৮ বছর না হওয়ায় বিয়ে বন্ধ করার নির্দেশ দেন। পাশাপাশি বর পক্ষের সঙ্গে কথা বলেও ঘটনার কথা জানায় প্রশাসনের আধিকারিকেরা। নাবালিকার পরিবারের কাছে থেকে মুচলেকা নেওয়া হয় যাতে ১৮ বছর বয়স পূর্ণ হওয়ার আগে মেয়ের বিয়ে না দেওয়া হয়।
অন্যথা পরিবারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেওয়া হয়। ওই নাবালিকা যাতে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পায় তার বন্দোবস্ত করে ব্লক প্রশাসনের আধিকারিকরা। ইতি মধ্যেই পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে নাবালিকার বিয়ে যাতে না দেওয়া হয় তার জন্য কন্যাশ্রী সহ একাধিক প্রকল্প করা হয়েছে।
আরও পড়ুনঃ আকাশ ছোঁয়া সব্জির দামে পকেট ফাঁকা মধ্যবিত্তের
গ্রামীণ এলাকায় করা হয়েছে কন্যাশ্রী যোদ্ধা। স্কুল স্তরে মুলত প্রচার করা হয়ে থাকে নাবালিকার বিয়ের কুফল সম্পর্কে। কিন্তু তার পরেও গ্রামীণ এলাকায় আজও নাবালিকার বিয়ের ব্যাবস্থা করে থাকে পরিবারের সদস্যরা।
আরও পড়ুনঃ জা-এর সঙ্গে বিবাদের জেরে মর্মান্তিক পরিণতি গৃহবধূর! জানলে আঁতকে উঠবেনমুর্শিদাবাদ জেলাতে গত এক মাস আগে ভরতপুর বড়ঞা সহ বিভিন্ন এলাকায় নাবালিকার বিয়ে বন্ধ করে। এবার বিয়ে বন্ধ করা হল মুর্শিদাবাদ জেলার ভরতপুরে। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও ১৮ বছর না হলে বিয়ে না দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
KOUSHIK ADHIKARYনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bharatpur, Murshidabad