Murshidabad News: মেরে পুঁতে দেওয়া হয়েছিল প্রেমিকের দেহ! সাত বছর পর কবর খুঁড়ে রহস্যভেদ, তার পর?

Last Updated:

অপহরণের অভিযোগ পেয়ে নিখোঁজ যুবকের প্রেমিকা হাসিনাজ খাতুন ও তাঁর প্রেমিককে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য।

মাটি খুঁড়ে চলছে দেহ তোলার কাজ
মাটি খুঁড়ে চলছে দেহ তোলার কাজ
মুর্শিদাবাদ: সাত বছর নিখোঁজ থাকার পর মৃতদেহের খোঁজ যুবকের। ঘটনায় গ্রেফতার করা হল দু'জনকে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের বালিপাড়া এলাকায়। জানা গিয়েছে, অবৈধ সম্পর্কের জেরে ২০১৬ সালের ডিসেম্বর মাসে খুন হয় এক যুবক। বিষয়টি জানাজানি হতে দীর্ঘ সময় লাগলেও শেষমেশ মিলেছে নিখোঁজ যুবকের দেহের খোঁজ।
যদিও বিকেল পর্যন্ত মাটি খোঁড়া হলেও এখনও পর্যন্ত দেহের খোঁজ পাওয়া যায়নি বলে জানা গিয়েছে। মৃতের পরিবারের অভিযোগ, প্রেমিকা হাসিনাজ খাতুন এবং এলাকার যুবক সানাউল্লা সেখ এই মিলেই তাঁকে অপহরণ করেছিল। দীর্ঘ বেশ কয়েক বছর পর হলেও পুলিশ খামতি রাখেনি তদন্তে। অপহরণের অভিযোগ পেয়ে নিখোঁজ যুবকের প্রেমিকা হাসিনাজ খাতুন ও তাঁর প্রেমিককে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য।
advertisement
অভিযুক্তদের বাড়ি বালি পাড়া এবং রমনা বসন্তপুর এলাকায়। পুলিশের কাছে স্বীকারোক্তি, "বিগত সাত বছর আগে রোসপিয়ার মল্লিক ওরফে লালন শেখকে গলায় ফাঁস লাগিয়ে খুন করা হয়। তারপরে তাঁকে হাসিনাজের বাড়ির বাথরুমের চেম্বারে ভরে রাখা হয়েছিল। দুর্ঘটনায় সেই বাথরুম ভেঙে গেলেও সেখান থেকে তুলে আবার তার বাড়ির পিছনের একটি লেবু বাগানে রোসপিয়ার মল্লিক লালন শেখের মৃতদেহ পুঁতে রাখা হয়।"
advertisement
advertisement
স্থানীয় সূত্রে খবর, অবৈধ এবং পরকীয়া সম্পর্কের জেরেই খুন হতে হয়েছে লালন শেখকে। ইতিমধ্যেই ঘটনার তদন্তে অনুযায়ী দেহ উদ্ধারের কাজ শুরু করেছে ডোমকল থানার পুলিশ।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: মেরে পুঁতে দেওয়া হয়েছিল প্রেমিকের দেহ! সাত বছর পর কবর খুঁড়ে রহস্যভেদ, তার পর?
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement