Cyber Threat: শিশুদের অশ্লীল ছবি-ভিডিও নিয়ে 'ডার্ক সাইটে' কুকীর্তি! সাইবার শাখার নজরে আসতেই হানা, গ্রেফতার ঢোলাহাটের যুবক

Last Updated:

Cyber Threat: শিশুদের অশ্লীল ছবি ও ভিডিও ডাউনলোড করে তা বিক্রির অভিযোগে গ্রেফতার যুবক। দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট থানা এলাকা থেকে ওই যুবকে গ্রেফতার করেছে সুন্দরবন সাইবার ক্রাইম থানার পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হওয়া একটি মোবাইলে প্রচুর এই ধরণের ছবি ও ভিডিও মিলেছে।

শিশুদের অশ্লীল ছবি ও ভিডিও ডাউনলোড করে তা বিক্রির অভিযোগে গ্রেফতার যুবক
শিশুদের অশ্লীল ছবি ও ভিডিও ডাউনলোড করে তা বিক্রির অভিযোগে গ্রেফতার যুবক
কাকদ্বীপ, দক্ষিণ ২৪ পরগনা, বিশ্বজিৎ হালদার: শিশুদের অশ্লীল ছবি ও ভিডিও ডাউনলোড করে বিক্রির অভিযোগে এক যুবককে গ্রেফতার করল সুন্দরবন পুলিশ জেলার সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃতের নাম সাকিরুল ইসলাম কাজী। বাড়ি ঢোলাহাট থানা এলাকায়।
পুলিশ সূত্রে খবর, কলকাতার রাজারহাট সল্টলেকের সাইবার শাখার হাতে এই বিষয়ে একটি তথ্য এসেছিল। যেখানে দেখা গিয়েছে বিভিন্ন আইডি ব্যবহার করে সমাজমাধ্যম থেকে শিশুদের অশ্লীল ছবি ও ভিডিও ডাউনলোড করা হচ্ছিল। এরপরই সেগুলি জমিয়ে রাখা হয়। পরে সুযোগ বুঝে সমাজমাধ্যমে সেই গুলিকে টাকার বিনিময়ে শেয়ার করা হচ্ছিল। এই তথ্য পাওয়ার পরই সাইবার শাখা ও সুন্দরবন পুলিশ জেলার সাইবার ক্রাইম থানার পুলিশ যৌথ উদ্যোগে অভিযান চালায়। পুলিশের ততপরতাত গ্রেফতার হয় অভিযুক্ত।
advertisement
আরও পড়ুনঃ সাবধান! অল্প বয়সী যুবকের মাথায় ধুরন্ধর বুদ্ধি! যেভাবে লুঠ করলেন নিরীহ মহিলাদের ভাবতে পারেনি কেউ
দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট থানা এলাকা থেকে ওই যুবকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে একটি মোবাইল পাওয়া যায়। তার মধ্যে প্রচুর এই ধরণের ছবি ও ভিডিও মিলেছে। টাকা পয়সা লেনদেনেরও নথি পাওয়া গিয়েছে।
advertisement
advertisement
জানা গিয়েছে, ভারতবর্ষে বহু অবৈধ ওয়েবসাইট বন্ধ রয়েছে। সেই সাইটগুলি থেকে এই ভিডিওগুলি ডাউনলোড করা হত। এরপরই ভিডিওর বিষয়বস্তু অনুযায়ী মূল্য নির্ধারণ করা হত। পরে সমাজমাধ্যমকে ব্যবহার করে সেগুলি বিক্রি করা হত। ধৃতকে কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হলে বিচারক সাত দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেন।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Cyber Threat: শিশুদের অশ্লীল ছবি-ভিডিও নিয়ে 'ডার্ক সাইটে' কুকীর্তি! সাইবার শাখার নজরে আসতেই হানা, গ্রেফতার ঢোলাহাটের যুবক
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement