Ankush Hazra-Oindrila Sen: জনপ্রিয় টলি নায়কের সঙ্গে প্রেম অঙ্কুশের? বিয়ে না করা নিয়ে মুখ খুললেন ঐন্দ্রিলা!

Last Updated:

Ankush Hazra-Oindrila Sen: ঘটনার সূত্রপাত, অঙ্কুশের একটি পোস্ট। যেখানে তিনি তাঁর এবং ঐন্দ্রিলার পুরনো একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘কিছু বিশেষ কারণে বিয়েটা হবে কি না জানি না।’

ঐন্দ্রিলা-অঙ্কুশ
ঐন্দ্রিলা-অঙ্কুশ
কলকাতা: গত দু’দিন ধরে তোলপাড় সোশ্যাল মিডিয়া। সৌজন্য অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেন। টলিউডের অন্যতম পাওয়ার কাপল তাঁরা। প্রেম চলছে এক দশকেরও বেশি সময় ধরে। তার মধ্যে হঠাৎ তাঁদের সম্পর্ক, বিয়ে, বিয়ে না হওয়া নিয়ে নড়েচড়ে বসেছে সাধারণ মানুষ থেকে ইন্ডাস্ট্রি। কী ব্যাপার? সকলে মিলে প্রশ্ন করে চলেছেন. কেন বিয়ে করছেন না তাঁরা?
ঘটনার সূত্রপাত, অঙ্কুশের একটি পোস্ট। যেখানে তিনি তাঁর এবং ঐন্দ্রিলার পুরনো একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘কিছু বিশেষ কারণে বিয়েটা হবে কি না জানি না। কিন্তু এই ১৪ ফেব্রুয়ারি আমাদের সম্পর্কের ১৩ বছর পূর্ণ হবে। আমার জন্মদিনে এর থেকে বড়ো উপহার আর কী-ই হতে পারে? বাকিটা ব্যক্তিগত।’ ছবিতে দেখা যাচ্ছে, অঙ্কুশের কোলে বসে ঐন্দ্রিলা। চুম্বন করছেন একে অপরকে।
advertisement
advertisement
আবীর চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, বিক্রম চট্টোপাধ্যায়, তৃণা সাহা, কৌশানী মুখোপাধ্যায়, সন্দীপ্তা সেন, বনি সেনগুপ্ত ইতিমধ্যেই নানা ভাবে জুটিকে প্রশ্ন করে ফেলেছেন, কেন তাঁরা বিয়ে করছেন না! কিন্তু কিছুতেই উত্তর মিলছে না।
advertisement
এরই মাঝে হঠাৎ ভয়ানক মন্তব্য করে বসলেন ঐন্দ্রিলা। কৌশানীর প্রশ্নের জবাবে তিনি জানালেন, তাঁর সন্দেহ হয়, ‘‘কৌশানীর প্রেমিক বনি এবং অঙ্কুশের মধ্যে কিছু একটা চলছে।’’ তাহলে কি জনপ্রিয় টলি নায়ক বনির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ালেন অঙ্কুশ? নারী নয়, আসলে তিনি পুরুষদের প্রতি আকৃষ্ট বলেই কি তবে বিয়েটা স্থগিত হয়ে গেল?
advertisement
View this post on Instagram

A post shared by Ankush (@ankush.official)

advertisement
কিন্তু কৌশানীকে ফোনে এই তথ্য দেওয়ার পর ফোন রেখেই খেলা ঘুরিয়ে দিলেন ঐন্দ্রিলা। ক্যামেরার দিকে ফিরে হেসে বললেন, ‘‘এবার ওদের দু’জনের মধ্যে ঝগড়া লাগবে। মেটাতে মেটাতে ১৪ ফেব্রুয়ারি চলে আসবে। ততদিনে ভুলে যাবে।’’
শোনা যাচ্ছে, আগামী ১৪ ফেব্রুয়ারি জানা যাবে আসল কারণ। এ কথা স্পষ্ট, আগামী ১৪ ফেব্রুয়ারি কিছু ধমাকা হতে চলেছে। ভিডিও দেখে অনেকেরই ধারণা নতুন কোনও ছবি আসতে চলেছে। আর তারই প্রচারে এই সমস্ত ভিডিও।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ankush Hazra-Oindrila Sen: জনপ্রিয় টলি নায়কের সঙ্গে প্রেম অঙ্কুশের? বিয়ে না করা নিয়ে মুখ খুললেন ঐন্দ্রিলা!
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement