Kali Puja 2025 : দুর্গাপুজোয় ছিল না, কিন্তু কালীপুজোয় 'অর্ডারের বন্যা'! লক্ষ্মীলাভের 'খুশিতে ডগমগ' করছেন বাঁকুড়ার শিল্পীরা

Last Updated:

Kali Puja 2025 : কালীপুজোর আগে কার্যত অর্ডারের বন্যা বাঁকুড়ার শিল্পীদের হাতে। দেবী শক্তির আরাধনায় কাজের মন্দা কেটে যাওয়ায় খুশি শিল্পীরা। মাথাপিছু অর্ডার প্রায় ১৫টি।

+
কালী

কালী মূর্তি 

বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: হাসি ফিরিয়ে দিল মা কালী। এই হাসি চলে গিয়েছিল দুর্গা পুজোয়। বিশ্বকর্মা পুজোতেও কষ্টের শেষ ছিল না। তবে শক্তির দেবী আসার আগেই, সবকিছু ওলট পালট।  প্রচুর প্রচুর কালী মূর্তির অর্ডার এসেছে এই বছর। মৃৎশিল্পীরা বিরাট খুশি। এটেল মাটি আর বেলে মাটি দিয়ে কামাল করছে বাঁকুড়ার শিল্পীরা। মাথাপিছু প্রায় ১৫ টি করে অর্ডার। জোর কদমে চলছে কাজ, শেষ করতে পারবেন তো? থাকছে শঙ্কা।
গত বছর কালী পুজোর আগে খুব একটা অর্ডার আসেনি মৃৎ শিল্পীদের। কিন্তু এই বছর চিত্রটা পাল্টে গেছে। এমনকি প্রত্যন্ত এলাকাতেও আসছে বিরাট অর্ডার। মাটি, ডাক, শুতলী দড়ি দিয়ে হচ্ছে কাজ। অর্ডার যাচ্ছে কাটজুড়িডাঙ্গা থেকে কেঞ্জাকুড়া। অর্থাৎ এলাকাভিত্তিক অর্ডার মিলছে শিল্পীদের।
advertisement
advertisement
প্রায় দশ বছর বয়স থেকে মাটির কাজ করছেন রমেন কালিন্দি। নামো আচুড়ির এই মৃৎশিল্পী বলেন, আমার গর্ব হচ্ছে। এত অর্ডার পাব ভাবিনি। কষ্ট করে কাজ করতে হচ্ছে রাত জেগে, কিন্তু মন ভাল হয়ে যাচ্ছে। প্রায় ১৭-১৮ ফুটের কালীর অর্ডার পেয়েছি। এরকম অর্ডার আসতে থাকলে ভালই হবে। বৃষ্টিতে প্রচুর কষ্ট গিয়েছে। কিছুই করতে পারিনি। এবার মুখে হাসি ফুটেছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কালী পুজো আসন্ন। মায়ের হাত ধরে মৃৎশিল্পীদের মুখে হাসি ফুটল। ইতিমধ্যেই মেঘ সরে গিয়েছে বাংলা থেকে। হালকা শীত অনুভূত হচ্ছে। রোদের উজ্জ্বলতা বেড়েছে, বেড়েছে কুমোর পাড়ার কর্ম তৎপরতা। পুরোদমে দিনরাত চলছে কাজ। পাশ দিয়ে গেলেই শোনা যাচ্ছে, পুজোর আগে যে কোনওভাবে শেষ করতে হবে কাজ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kali Puja 2025 : দুর্গাপুজোয় ছিল না, কিন্তু কালীপুজোয় 'অর্ডারের বন্যা'! লক্ষ্মীলাভের 'খুশিতে ডগমগ' করছেন বাঁকুড়ার শিল্পীরা
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement