New Design Broom : ঝুঁকে ঝাঁটা দেওয়ার দিন এবার অতীত, বাজার কাঁপাচ্ছে নতুন মডেল! ধনতেরসের দিনেই নিয়ে আসুন ঘরে
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
New Design Broom : এই নতুন ডিজাইনের ঝাঁটায় রয়েছে কাঠ বা বাঁশের লম্বা লাঠি, যা ধরে ব্যবহার করলে আর ঝুঁকতে হয় না। ফলে কোমর বা হাঁটুতে বাড়তি চাপ পড়ে না।
বেথুয়াডহরী, নদিয়া, মৈনাক দেবনাথ: সময়ের সঙ্গে বদলে যাচ্ছে চিরাচরিত ঝাঁটার চেহারা। ধনতেরসের আগেই বেথুয়াডহরী থেকে শান্তিপুর পর্যন্ত ঝাঁটা ব্যবসায়ীরা ব্যস্ত হয়ে পড়েছেন রমরমা বিক্রিতে। প্রতিটি ঝাঁটার পাইকারি দাম ৮০ টাকা, আর খুচরো বাজারে মিলছে ১২০ টাকায়। ব্যবসায়ীদের মুখে হাসি। ধনতেরস মানেই সোনা রূপো কেনাকাটার পাশাপাশি অনেকে ঝাঁটাও কিনে থাকেন।
বেথুয়াডহরীর একাংশ এখন পরিচিত “ঝাঁটা গ্রাম” নামে। বহু পরিবার প্রজন্ম ধরে ঝাঁটা তৈরির কাজের সঙ্গে যুক্ত। আগে তারা বানাতেন ছোট আকারের ঝাঁটা, যা ব্যবহারের সময় নুয়ে বা ঝুঁকে কাজ করতে হত। কিন্তু এখন সময় বদলেছে, বদলেছে মানুষের শারীরিক চাহিদাও। আধুনিক জীবনের এক সাধারণ সমস্যা হল কোমর ও হাঁটুর ব্যথা। সেই সমস্যাকে মাথায় রেখে এবার ঝাঁটা পেয়েছে নতুন অবতার। লম্বা হাতলসহ ঝাঁটা।
advertisement
advertisement
এই নতুন ডিজাইনের ঝাঁটায় রয়েছে কাঠ বা বাঁশের লম্বা লাঠি। যা ধরে ব্যবহার করলে আর ঝুঁকতে হয় না। ফলে কোমর বা হাঁটুতে বাড়তি চাপ পড়ে না। ব্যবহারেও আরামদায়ক হওয়ায় বাজারে এর জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। এক ঝাঁটা প্রস্তুতকারক জানান, আগে ছোট ঝাঁটার চাহিদা থাকলেও এখন সবাই এই লম্বা হাতলওয়ালা ঝাঁটাই চাইছেন। বিক্রি দ্বিগুণ বেড়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ধনতেরসের আগে প্রতিদিনই বেথুয়াডহরী থেকে মোটরসাইকেলে ঝাঁটা নিয়ে শান্তিপুরসহ আশেপাশের বাজারে ছুটছেন ব্যবসায়ীরা। চাহিদা এত বেশি যে অনেক কারিগর রাত জেগে কাজ করছেন অর্ডার মেটাতে। কোমর ব্যথার যুগে নতুন উদ্ভাবনের এই ঝাঁটা পরিশ্রম কমিয়ে দিচ্ছে স্বস্তি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Nadia,West Bengal
First Published :
October 17, 2025 11:42 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
New Design Broom : ঝুঁকে ঝাঁটা দেওয়ার দিন এবার অতীত, বাজার কাঁপাচ্ছে নতুন মডেল! ধনতেরসের দিনেই নিয়ে আসুন ঘরে