Buri Maa R Baji: বিখ্যাত বুড়িমা-র বাজি তো কেনেন, তাঁর বাড়িতেও পড়ে বাজি কেনার বিশাল লাইন, কোথায় কত বড় বাড়ি জানেন এই ‘বুড়িমা’-র
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Buri Maa R Baji: বিখ্যাত বুড়িমা বাজি সংগ্রহ করতে কালীপুজোর আগে হাওড়ার এই বাড়িতে ক্রেতাদের ঢল নামে!
বেলুড়: কালীপুজোর বাজির উৎসবে বাজি কেনার হিড়িক বিখ্যাত বাজি প্রস্তুতকারক বুড়িমা’র বাড়িতে! বর্তমান সময়ে বাজির জগতে ‘ বুড়িমার ‘ বাজি এক নামি ব্র্যান্ড। রীতিমত ক্রেতারা খোঁজ করে এই বাজি সংগ্রহ করেন। কালীপুজো মানে সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারা আসেন বুড়িমার বসত বাড়ি থেকে বাজি সংগ্রহ করতে। এবার কালীপুজোর কয়েকদিন আগে বাজি কিনতে লম্বা লাইন বুড়িমার বাড়িতে। যদিও এই ছবি নতুন নয়, প্রতিবছর এমন দৃশ্য দেখা যায় এখানে। এবার সুদূর আন্দামান থেকেও ক্রেতা বাজি সংগ্রহ করতে এসেছেন।
দেশভাগের সময় একজন মহিলা নিজের সংসার চালাতে হন্যে হয়ে ঘুরেছেন, শেষমেষ হাওড়া বেলুড়ে নিজের পাড়ায় একটি ছোট্ট দোকান দিয়েছিলেন। সারা বছর বিভিন্ন সময় কখনও রঙ, সামান্য খাদ্য সামগ্রী এবং কালী পুজোর সময় বাজি কিনে বিক্রি করেছেন, বিভিন্ন সময়ে নানা পথ অবলম্বন করেছেন সংসারের চাকা ঘোড়াতে।

advertisement
advertisement
বুড়িমার বাজি কিনতে তার বাড়িতে ভিড়
সেই সময় বাজার থেকে বাজি কিনে পাড়ায় বিক্রি শুরু করেন। তারপর নিজে বাজি তৈরি করার আগ্রহ দেখান। অল্প অল্প করে বাজি তৈরি করে বিক্রি করতে শুরু করেন। এরপর বুড়ির তৈরি বাজি বাজারে বেশ চাহিদা হয়ে ওঠে।
advertisement
তারপর ক্রমশ চাহিদা বেড়ে বর্তমান সময়ে রীতিমত বাজির জগতে বিখ্যাত একটি ব্র্যান্ডে পরিণত হয়েছে। বর্তমানে সারা বছর বাজি কমবেশি চাহিদা থাকলেও দুর্গা পুজোর পর থেকে দারুণ চাহিদা বাড়ে বুড়িমা’র কোম্পানির তৈরি বাজি।
হাওড়া বেলুড়ের বাসিন্দা বুড়িমার বসতবাড়িতে এই সময় প্রতিদিন শয়ে শয়ে মানুষ আসে বাজি সংগ্রহ করতে। সকাল ন’টা থেকে রাত ন’টা পর্যন্ত বুড়িমার বাড়ি থেকে বাজি বিক্রি করা হয়। বর্তমানে বুড়িমার বাড়িতে ১২ সদসসের বাস। তারা রীতিমত এই কালীপুজোর বাজির উৎসবে ক্রেতাদের হাতে বাজি তুলে দিতে হিমশিম খেয়ে যান। যদিও এবারে অতিবৃষ্টির যে বাজি প্রস্তুত করতে বেশ বেগ পেতে হয়েছে। তাই নতুন খুব বেশি ভ্যারাইটিজ এবার সম্ভব হয়নি।
advertisement
বুড়িমার বাজি বলতে একসময় চকলেট বা শব্দবাজি বিখ্যাত। সেই বাজি মানুষের মন ছুয়ে গেছে মানুষকে অনেক বেশি আনন্দ দিয়েছে। তার সুবাদেই বুড়িমার জনপ্রিয়তা। বর্তমানে বুড়িমা ব্যান্ডে আলো এবং আকাশ ডিসপ্লে অসংখ্য ভ্যারাইটিজ বাজি পাওয়া যায়। সেই সমস্ত বাজে নিতেই মানুষের আগ্রহ দারুন।
এ প্রসঙ্গে বুড়িমার প্রপৌত্র সুমিত দাস জানান, তিনি চতুর্থপুরুষ। এবার অতি বৃষ্টির কারণে পুজোর আগে বাজির বাজার কিছুটা মন্দা দেখা দিয়েছে। তবে কালীপুজোর দিন কয়েক আগে থেকে পুরনো ছন্দে বাজি সংগ্রহের আগ্রহ দেখাচ্ছে সাধারণ মানুষ।
advertisement
Rakesh Maity
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 18, 2025 8:36 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Buri Maa R Baji: বিখ্যাত বুড়িমা-র বাজি তো কেনেন, তাঁর বাড়িতেও পড়ে বাজি কেনার বিশাল লাইন, কোথায় কত বড় বাড়ি জানেন এই ‘বুড়িমা’-র