Malda News: ফলন ৫০ শতাংশ কম, এবছর লিচুর দাম হতে পারে ধরা ছোঁয়ার বাইরে

Last Updated:

লিচুর জন্য বিখ্যাত মালদহ জেলা। এবার আশানুরূপ ফলন হবে না লিচুর। আবহাওয়া লিচু চাষের পক্ষে অনুকূল না হওয়ায় মুকুল আসেনি ভাল। ফলে এবার ফলনে ব্যাপক মার খাবে, মালদহের লিচু চাষে।

+
Malda

Malda News: ফলন ৫০ শতাংশ কম, এবছর লিচুর দাম হতে পারে ধরা ছোঁয়ার বাইরে

মালদহ: লিচুর জন্য বিখ্যাত মালদহ জেলা। এবার আশানুরূপ ফলন হবে না লিচুর। আবহাওয়া লিচু চাষের পক্ষে অনুকূল না হওয়ায় মুকুল আসেনি ভাল। ফলে এবার ফলনে ব্যাপক মার খাবে, মালদহের লিচু চাষে। গত বছরের তুলনায় এই মরশুমে প্রায় ৫৫ শতাংশ লিচু ফলন কম হওয়ার আশঙ্কা করছে জেলা উদ্যান পালন দফতর। লিচুর ফলন কম হওয়ায় এই বছর লিচুর দাম আকাশ ছোঁয়া হওয়ার সম্ভাবনাও রয়েছে। বর্তমানে লিচুর মুকুল থেকে গুটিতে পরিণত হয়েছে।
এমন অবস্থায় জেলার বাগানগুলিতে খুব কম লিচু দেখা যাচ্ছে। গত দুই সপ্তাহ ধরে জেলায় ব্যাপক তাপপ্রবাহ চলছে। এর ফলে দুটি অবস্থাতে অনেক লিচু ঝরে পড়ছে। আগামীতে বৃষ্টিপাত না হলে লিচুর ফলন আরো কম হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই লিচুর ফলন ধরে রাখতে ইতিমধ্যে কৃষকেরা জল স্প্রে করছেন বাগান গুলিতে।
এমনিতে এবার লিচুর ফলন কম হবে তার ওপর প্রচণ্ড গরমে লিচুর গুটি শুকিয়ে গেলে একেবারে লিচু হবে না। লোকসান হবে কৃষকদের। তাই প্রচন্ড গরমের হাত থেকে কিছুটা হলেও লিচুর ফলন পেতে জল স্প্রে কৃষকদের। লিচু চাষী মোহাম্মদ লোকমান শেখ বলেন, এবার মুকুল ভালো হয়নি। ফলনও ভালো হবে না। তারমধ্যে গরম পোকার উপদ্রব।মালদহ জেলা উদ্যানপালন দফতর সূত্রে জানা গিয়েছে, মালদহ জেলার কালিয়াচক এক নম্বর ব্লকের সবচেয়ে বেশি লিচু চাষ হয়। এই ব্লকে বোম্বাই ও গুটি প্রজাতির লিচু চাষ হয়ে থাকে।
advertisement
advertisement
আরও পড়ুন: Viral News: ২০০০ কেজির পোলাও ভোগে নৈহাটির বড়মার অন্নকোট উৎসব পালন
এছাড়াও জেলার কালিয়াচক তিন নম্বর ব্লক কালিয়াচক ২ নম্বর ব্লক ও রতুয়া ১ ও ২ নম্বর ব্লকের সবচেয়ে বেশি লিচু চাষ হয়। পাশাপাশি জেলার অন্যান্য ব্লক গুলিতে ছড়িয়ে ছিটিয়ে কিছু লিচু চাষ করে থাকেন কৃষকেরা। মালদহ জেলায় মোট ১৪৭০ হেক্টর জমিতে লিচু চাষ হয়। গত বছর মালদা জেলায় লিচুর ফলন হয়েছিল ১৫ হাজার মেট্রিক টন। এই বছর এখন পর্যন্ত বাগানগুলিতে যে পরিমাণে লিচুর গুটি এসেছে তাতে ফলন খুবই কম হওয়ার সম্ভাবনা। মালদহ জেলা উদ্যানপালন দফতরের কর্তারা জানাচ্ছেন, এখন পর্যন্ত বাগানগুলিতে যে পরিমাণের গুটি রয়েছে তাতে জেলায় ৭ থেকে ৮ মেট্রিক টন লিচু হওয়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
আরও পড়ুন: Hooghly News: কলকাতার কাছের এই শহরে আজও বিদ্যুৎ পৌঁছয়নি বাড়িতে, নেই শৌচাগার!
তবে আগামীতে প্রাকৃতিক বিপর্যয় হলে ফলন আরো কম হবে। এবছর লিচুর ফলন কম হওয়ায় দামও আকাশ ছোঁয়া হওয়ার সম্ভাবনা রয়েছে। গতবছরের তুলনায় এই বছর দ্বিগুণ দাম বাড়বে লিচু। লিচুর দাম বৃদ্ধি পেলে কৃষকদের লাভ হলেও সাধারণ মানুষকে চড়া দামে লিচু কিনতে হবে। মালদহ জেলা উদ্যানপালন দফতরের আধিকারিক সামন্ত লাইক বলেন, এই বছর আবহাওয়া লিচু চাষের জন্য অনুকূল ছিল না।
advertisement
লিচুর মুকুলের পরিবর্তে গাছের পাতা গজিয়ে দিয়েছে। ফলে মুকুল না হওয়ায় লিচু হয়নি বাগান গুলিতে। গত বছরের তুলনায় এ বছর প্রায় ৫০ শতাংশ লিচুর ফলন কম হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মাঝে কোন প্রাকৃতিক বিপর্যয় হলে ফলন আরো কমতে পারে।
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: ফলন ৫০ শতাংশ কম, এবছর লিচুর দাম হতে পারে ধরা ছোঁয়ার বাইরে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement