Viral News: ২০০০ কেজির পোলাও ভোগে নৈহাটির বড়মার অন্নকোট উৎসব পালন
- Published by:Arjun Neogi
Last Updated:
২০০০ কেজির পোলাও ভোগে নৈহাটির বড়মার অন্নকুট উৎসব পালন
উত্তর ২৪ পরগনা: ধর্ম হোক যার যার, বড় মা সবার। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে নৈহাটির বড় মা কালীকে নিয়ে রয়েছে আলাদা ভক্তি, উন্মাদনা। বড়মার ভক্তরা ছড়িয়ে ছিটিয়ে জেলা রাজ্য দেশ এমনকি বিদেশেও। এবার তাই ২০০০ কেজি পোলাও ভোগ দিয়ে নৈহাটির বড় মা-র অন্যকূট মহোৎসব পালিত হল। প্রচন্ড দাবদাহের মধ্যেও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা উপস্থিত হলেন এই উৎসব উপলক্ষে। গরমকে উপেক্ষা করে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতন। ছিল করা পুলিশি নিরাপত্তাও। দেশের নানা প্রান্ত থেকে ভক্তদের মা কে উৎসর্গ করা অর্থেই হয় এদিনের অন্নকূট উৎসব।
উৎসব উপলক্ষে সাজিয়ে তোলা হয় গোটা মন্দির চত্বর এলাকা। নিষ্ঠার সঙ্গে রীতি মেনে হয় পুজো। লাইন দিয়ে দাঁড়িয়ে ভোগ নিলেন অগণিত ভক্তরা। নৈহাটির বড় মা পূজা সমিতির সম্পাদক তাপস ভট্টাচার্য জানান, আজকের দিনে মায়ের কাছে সকল মানুষ ভালো থাকার প্রার্থনা জানান।
নৈহাটি এলাকার সবচেয়ে প্রাচীন কালী মূর্তি এই বড়মা। প্রতিবছর কালীপুজোয় তৈরি হয় সুবিশাল মূর্তি। বড়মার অলংকার দেখতেও ভিড় জমে নৈহাটিতে।
advertisement
advertisement
আরও পড়ুন: Gold Silver Price Today: সস্তা রুপো! সোনার দাম বাড়ল না কমল? বাজারের টাটকা খবর
সারা বছরই নিয়ম করে পূজো হয় বড়মার মন্দিরে। মনের কোন ইচ্ছা মাকে জানালে তা পূরণ করেন বড়মা বলেই বিশ্বাস ভক্তদের। দূর দূরান্ত থেকে মানুষ একবার মাকে দর্শন করতে ছুটে আসেন এই মন্দিরে। এদিনের অন্নকুট ভোগ নেওয়ার জন্য ভক্তদের উৎসাহ ছিল রীতিমতো চোখে পড়ার মতো।
advertisement
যতক্ষণ ভোগ ছিল ততক্ষণ ভক্তদের মধ্যে তা বিতরণ করা হয় সুষ্ঠুভাবেই। তৃপ্তি ভরে মার ভোগ প্রসাদ খেতে দেখা যায় অগণিত মানুষকে। অনেকেই সেই প্রসাদ ভোগ নিয়ে গেলেন প্রিয় জন বা পরিবারের জন্য। এবছর ১০০ বছরে পদার্পণ করল বড়মার এই পুজো। আগামী দিনে আরও নানা নতুন পরিকল্পনা রয়েছে মন্দির কে ঘিরে বলেই পুজো কমিটির তরফ থেকে জানানো হয়। সংস্কার করা হচ্ছে মন্দিরেরও।
advertisement
Rudra Narayan Roy
Location :
Kolkata,West Bengal
First Published :
April 20, 2023 10:20 PM IST