Malda News: শ্যুটিং বল চ্যাম্পিয়ন শিপে ব্রোঞ্জ জয় মালদহের মহিলা শ্যুটিং দলের
- Published by:Ankita Tripathi
- hyperlocal
Last Updated:
রাজ্য শ্যুটিং বল চ্যাম্পিয়ন শিপে মহিলা বিভাগে তৃতীয় স্থান অর্জন করল মালদহ জেলা। বেঙ্গল শ্যুটিং বল অ্যাসোসিয়েশনের উদ্যোগে হাওড়া জেলায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মালদহ: রাজ্য শ্যুটিং বল চ্যাম্পিয়ন শিপে মহিলা বিভাগে তৃতীয় স্থান অর্জন করল মালদহ জেলা। বেঙ্গল শ্যুটিং বল অ্যাসোসিয়েশনের উদ্যোগে হাওড়া জেলায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মালদহের পুরুষ ও মহিলা দুইটি দল অংশগ্রহণ করে। তবে মহিলা দল সাফল্য পেয়েছে। মহিলা দলের এমন সাফল্য খুশি জেলার ক্রীড়া প্রেমীরা।
বেঙ্গল শ্যুটিং বল আ্যাসোসিয়শনের উদ্যোগে আয়োজিত রাজ্য সিনিয়ার পুরুষ ও মহিলা শ্যুটিং বল চ্যাম্পিয়নশিপের এই বছর পঞ্চম বর্ষ। হাওড়া জেলা আমতা থানা অন্তর্গত পুট খালি মাঠে দুই দিন ব্যাপি এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রাজ্যের প্রায় প্রতিটি জেলা এই খেলায় অংশগ্রহণ করে৷ সেখানেই মালদহের মহিলা দল তৃতীয় স্থান অধিকার করে। ব্রোঞ্জ পদক যেতে মালদহ মহিলা দল।বেঙ্গল শ্যুটিং বল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সকল খেলোয়াড়দের মেডেল সাটিফিকেট ও ট্ৰফি দিয়ে উৎসাহীত করা হয়।
advertisement
advertisement
পদক জিততে না পারলেও মালদহের পুরুষ দল চতুর্থ স্থান অধিকার করে। মালদহ জেলা শ্যুটিং বল অ্যাসোসিয়েশনের সম্পাদক অসিত পাল বলেন, মালদহ জেলায় এই প্রথম সিনিয়র টিম রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। সেখানে মহিলা দল ভাল সাফল্য পেয়েছে। জুনিয়র ও সাত জুনিয়ার দলের খেলোয়াড়দের নিয়ে সিনিয়র দল তৈরি করা হয়েছিল। আগামীতে আশা করছি মহিলা দলের পাশাপাশি পুরুষদলও ভাল সাফল্য পাবে এই শ্যুটিং বল প্রতিযোগিতায়।
advertisement
হরষিত সিংহ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 07, 2023 1:48 PM IST










