Malda News: গভীর রাতে আম বাগানে লক্ষ লক্ষ টাকা নিয়ে চলছে জুয়া খেলা! খবর পেয়ে হানা দিল পুলিশ
- Published by:Ankita Tripathi
- hyperlocal
Last Updated:
আম বাগানের মধ্যে অস্থায়ী শেড তৈরি করে গভীর রাত পর্যন্ত চলছে জুয়ার আসর। লক্ষ লক্ষ টাকা খেলা হচ্ছে সেই জুয়ার আসরে। জেলার বিভিন্ন প্রান্তের জুয়ারিরা এখানে এসে অবৈধভাবে খেলছে জুয়া।
মালদহ: আম বাগানের মধ্যে অস্থায়ী শেড তৈরি করে গভীর রাত পর্যন্ত চলছে জুয়ার আসর। লক্ষ লক্ষ টাকা খেলা হচ্ছে সেই জুয়ার আসরে। জেলার বিভিন্ন প্রান্তের জুয়াড়িরা এখানে এসে অবৈধভাবে খেলছে জুয়া। এলাকার আইন শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছিল। অপরিচিতদের আনাগোনা বাড়তে থাকায় স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে মালদহ থানার পুলিশ হানা দেয় আম বাগানের ভেতরে ওই গোপন ডেরায়। সেখানে তখন রমরমিয়ে চলছিল জুয়ার আসর। চারিদিক থেকে পুলিশ ঘিরে ফেলে সেখান থেকে গ্রেফতার করে দশজন জুয়াড়িকে।
তাদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে প্রায় দেড় লক্ষ টাকা, মোটর বাইক, মোবাইল-সহ জুয়া খেলার সরঞ্জাম।মালদহ থানার নিত্যানন্দপুর রসিলাদহ এলাকার ঘটনা। এই গ্রামের পাশেই গভীর আমবাগানের ভেতরে গোপন ডেরায় দীর্ঘদিন ধরেই চলছিল জুয়ার আসর।
advertisement
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত ১০ জনের বাড়ি মালদহ জেলার বিভিন্ন প্রান্তে। তাদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে এক লক্ষ বাহান্ন হাজার তিনশো আশি টাকা। ১২ টি মোবাইল ফোন ও ৯টি মোটরসাইকেল। উদ্ধার হওয়া টাকা-সহ মোটরবাইক ও মোবাইলগুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ। বুধবার অভিযুক্ত ১০ জুয়ারি কে মালদহ জেলা আদালতের পেশ করা হয়।
advertisement
হরষিত সিংহ
Location :
Kolkata,West Bengal
First Published :
March 02, 2023 10:23 AM IST