এবার থেকে সন্তানের ১৮ বছর হওয়া পর্যন্ত কর্মচারীদের ৬ মাসের সবেতন ছুটি দেবে সরকার

Last Updated:
#নয়াদিল্লি: হবু মায়েদের জন্য সুখবর ৷ এবার সন্তানের ১৮ বছর বয়স হওয়া পর্যন্ত ১৮০ দিনের সবেতন ছুটি নিতে পারবেন মহিলা সরকারি কর্মচারীরা ৷ তবে এই নিয়ম কার্যকর হচ্ছে শুধু মহারাষ্ট্রে ৷ অর্থাৎ মহারাষ্ট্র সরকারের অধীনস্থ সমস্ত মহিলা কর্মচারীরাই এই সুযোগ পাবেন ৷
মঙ্গলবার মহারাষ্ট্র সরকার, তার কর্মচারীদের জন্য এই সুখবর ঘোষণা করেন ৷ উল্লেখ্য, শুধু মহিলারাই নন, এই সুযোগ পাবেন পুরুষ সরকারি কর্মচারীরা ৷ কোনও সরকারি কর্মচারীর সন্তানের দেখভালের জন্য বাড়িতে কেউ না থাকলে বা স্ত্রী মারা গেলে বা কোনও কারণে বাড়ি থেকে দূরে থাকলে পুরুষ কর্মচারীরাও এই ছুটির লাভ ওঠাতে পারেন ৷ বছরে এই কারণ দেখিয়ে সর্বোচ্চ তিন বার ও সব মিলিয়ে সন্তানের ১৮ বছর হওয়া অবধি মোট ১৮০ দিন ছুটি নিতে পারবেন মহিলা ও পুরুষ সরকারি কর্মচারীরা ৷
advertisement
আরও পড়ুন 
advertisement
মহারাষ্ট্র সরকারের তরফে জানানো হয়েছে, সন্তানের বোর্ড পরীক্ষার সময় বা সন্তান অসুস্থ হলে তাদের সেবা শুশ্রুষার জন্য অভিভাবকদের এই ছুটির সুযোগ ভীষণই সহায়তা করবে ৷ সরকারের এই ঘোষণায় উচ্ছ্বসিত মহারাষ্ট্র সরকারের কর্মীরা ৷
advertisement
আরও পড়ুন 
বর্তমানে নতুন বিল অনুযায়ী কর্মরত মহিলারা ১২ সপ্তাহ অর্থাৎ তিন মাসের বদলে ২৬ সপ্তাহ অর্থাৎ ছ’মাসের সবেতন মাতৃত্বকালীন ছুটি পান ৷ সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রের মহিলা কর্মচারীরাই এই সুবিধা প্রযোজ্য ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
এবার থেকে সন্তানের ১৮ বছর হওয়া পর্যন্ত কর্মচারীদের ৬ মাসের সবেতন ছুটি দেবে সরকার
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement