যৌনসঙ্গমের সময় মৃত্যু প্রেমিকার, প্রেমিকের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের মুম্বই পুলিশের

Last Updated:
#মুম্বই: নিজের প্রেমিকাকে সঙ্গে নিয়ে ভারতে ঘুরতে এসেছিলেন ইজরায়েলের বাসিন্দা ওরিয়ন ইয়াকভ ৷ এখন সেই প্রেমিকাকেই খুনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে ৷ যৌন সঙ্গমের সময় মৃত্যু হয় তাঁর প্রেমিকার ৷ তাঁর বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে পুলিশ ৷
বছর কুড়ির প্রেমিকার সঙ্গে মুম্বইয়ে এসে কোলাবার একটি হোটেলে ওঠে ২৩ বছরের ইয়াকভ ৷ সেই হোটেলর ঘর থেকেই উদ্ধার হয় তাঁর প্রেমিকার নিথর দেহ ৷ ইয়াকভের বয়ান থেকে জানা গিয়েছে, সঙ্গমের সময় কোনও এক অন্তরঙ্গ মুহূর্তে উত্তেজনায় প্রেমিকার গলা চেপে ধরেছিলেন ইয়াকভ ৷ তাঁর আঙুলের চাপে শ্বাসরুদ্ধ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন যুবতী ৷ হঠাৎ এমন অবস্থা দেখে সাহায্যের জন্য হোটেল কর্মীদের ডেকে পাঠান ইয়াকভ ৷ তারা তড়িঘড়ি পুলিশে খবর দেন ৷ পুলিশই অচেতন মহিলাকে হাসপাতালে নিয়ে যায়৷ কিন্তু তাঁকে পরীক্ষা করে চিকিৎসকেরা জানান অনেকক্ষণ আগেই মৃত্যু হয়েছে ওই তরুণীর৷
advertisement
আরও পড়ুন 
ঘটনাটি গত মার্চ মাসের ৷ তরুণীর পরিবার ভারতে এসে তাঁর মৃতদেহ নিয়ে যান ৷ তাদের সঙ্গেই ফিরে যান ইয়াকভও ৷ তবে বন্ধ হয়নি মামলাটি ৷ মৃতদেহের ময়নাতদন্ত ও ফরেনসিক টেস্টের পর জানা যায় সঙ্গমরত অবস্থাতেই শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়েছে ওই তরুণীর৷ যৌন সংসর্গের সময়ই প্রেমিকার গলা উত্তেজনার বশে টিপে ধরাতেই এমন ঘটনা ৷ এরপরই ওরিয়ন ইয়াকভের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করে মুম্বই পুলিশ ৷ তদন্তের স্বার্থে অভিযুক্তকে ইজরায়েল থেকে ডেকে পাঠানো হতে পারে বলে জানা গিয়েছে ৷
advertisement
আরও পড়ুন 
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
যৌনসঙ্গমের সময় মৃত্যু প্রেমিকার, প্রেমিকের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের মুম্বই পুলিশের
Next Article
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE