অমরনাথের পথে ধস, মৃত ৫ পুন্যার্থী
Last Updated:
অমরনাথ যাত্রার পথে ধস পড়ে মৃতু হয়েছে ৫ পুন্যার্থীর ৷ জম্মু-কাশ্মীরের বালটাল রুটে ধস নামে ৷
#জম্মু-কাশ্মীর: অমরনাথ যাত্রার পথে ধস পড়ে মৃতু হয়েছে ৫ পুন্যার্থীর ৷ জম্মু-কাশ্মীরের বালতাল রুটে ধস নামে ৷ এই ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন তীর্থযাত্রী ৷
পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, বালতাল রুটে ব্রারিমার্গের কাছে ধস নামায় এই বিপত্তি ঘটে ৷ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকালী দল ৷
কিছুদিন আগে আবহাওয়া খারাপ থাকার কারণেই কিছুদিনের জন্য অমরনাথ যাত্রা স্থগিত রাখা হয়েছিল ৷ গত শুক্রবার থেকেই পহেলগাঁও ও বালটাল রুটে ধস নামা শুরু হয় ৷ এমনকী, দক্ষিণ কাশ্মীরে ঝিলম নদীর জল বিপদ সীমার ওপর দিয়ে বইছে ৷ ফলে জারি হয়েছে বন্যা সতর্কতাও ৷
advertisement
Location :
First Published :
July 04, 2018 8:48 AM IST