Home /News /national /
যৌনসঙ্গমের সময় মৃত্যু প্রেমিকার, প্রেমিকের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের মুম্বই পুলিশের

যৌনসঙ্গমের সময় মৃত্যু প্রেমিকার, প্রেমিকের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের মুম্বই পুলিশের

Representative Image

Representative Image

 • Share this:

  #মুম্বই: নিজের প্রেমিকাকে সঙ্গে নিয়ে ভারতে ঘুরতে এসেছিলেন ইজরায়েলের বাসিন্দা ওরিয়ন ইয়াকভ ৷ এখন সেই প্রেমিকাকেই খুনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে ৷ যৌন সঙ্গমের সময় মৃত্যু হয় তাঁর প্রেমিকার ৷ তাঁর বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে পুলিশ ৷

  বছর কুড়ির প্রেমিকার সঙ্গে মুম্বইয়ে এসে কোলাবার একটি হোটেলে ওঠে ২৩ বছরের ইয়াকভ ৷ সেই হোটেলর ঘর থেকেই উদ্ধার হয় তাঁর প্রেমিকার নিথর দেহ ৷ ইয়াকভের বয়ান থেকে জানা গিয়েছে, সঙ্গমের সময় কোনও এক অন্তরঙ্গ মুহূর্তে উত্তেজনায় প্রেমিকার গলা চেপে ধরেছিলেন ইয়াকভ ৷ তাঁর আঙুলের চাপে শ্বাসরুদ্ধ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন যুবতী ৷ হঠাৎ এমন অবস্থা দেখে সাহায্যের জন্য হোটেল কর্মীদের ডেকে পাঠান ইয়াকভ ৷ তারা তড়িঘড়ি পুলিশে খবর দেন ৷ পুলিশই অচেতন মহিলাকে হাসপাতালে নিয়ে যায়৷ কিন্তু তাঁকে পরীক্ষা করে চিকিৎসকেরা জানান অনেকক্ষণ আগেই মৃত্যু হয়েছে ওই তরুণীর৷

  আরও পড়ুন 

  চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, প্রাথমিক শিক্ষক নিয়োগে বদলাচ্ছে নিয়ম

  ঘটনাটি গত মার্চ মাসের ৷ তরুণীর পরিবার ভারতে এসে তাঁর মৃতদেহ নিয়ে যান ৷ তাদের সঙ্গেই ফিরে যান ইয়াকভও ৷ তবে বন্ধ হয়নি মামলাটি ৷ মৃতদেহের ময়নাতদন্ত ও ফরেনসিক টেস্টের পর জানা যায় সঙ্গমরত অবস্থাতেই শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়েছে ওই তরুণীর৷ যৌন সংসর্গের সময়ই প্রেমিকার গলা উত্তেজনার বশে টিপে ধরাতেই এমন ঘটনা ৷ এরপরই ওরিয়ন ইয়াকভের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করে মুম্বই পুলিশ ৷ তদন্তের স্বার্থে অভিযুক্তকে ইজরায়েল থেকে ডেকে পাঠানো হতে পারে বলে জানা গিয়েছে ৷

  আরও পড়ুন 

  অমরনাথের পথে ধস, মৃত ৫ পুন্যার্থী

  First published:

  Tags: Israeli Woman dead, Israeli Woman Suffocated During Sex, Mumbai, Suffocated During Sex

  পরবর্তী খবর