#নয়াদিল্লি: হবু মায়েদের জন্য সুখবর ৷ এবার সন্তানের ১৮ বছর বয়স হওয়া পর্যন্ত ১৮০ দিনের সবেতন ছুটি নিতে পারবেন মহিলা সরকারি কর্মচারীরা ৷ তবে এই নিয়ম কার্যকর হচ্ছে শুধু মহারাষ্ট্রে ৷ অর্থাৎ মহারাষ্ট্র সরকারের অধীনস্থ সমস্ত মহিলা কর্মচারীরাই এই সুযোগ পাবেন ৷
মঙ্গলবার মহারাষ্ট্র সরকার, তার কর্মচারীদের জন্য এই সুখবর ঘোষণা করেন ৷ উল্লেখ্য, শুধু মহিলারাই নন, এই সুযোগ পাবেন পুরুষ সরকারি কর্মচারীরা ৷ কোনও সরকারি কর্মচারীর সন্তানের দেখভালের জন্য বাড়িতে কেউ না থাকলে বা স্ত্রী মারা গেলে বা কোনও কারণে বাড়ি থেকে দূরে থাকলে পুরুষ কর্মচারীরাও এই ছুটির লাভ ওঠাতে পারেন ৷ বছরে এই কারণ দেখিয়ে সর্বোচ্চ তিন বার ও সব মিলিয়ে সন্তানের ১৮ বছর হওয়া অবধি মোট ১৮০ দিন ছুটি নিতে পারবেন মহিলা ও পুরুষ সরকারি কর্মচারীরা ৷
আরও পড়ুন
যৌনসঙ্গমের সময় মৃত্যু প্রেমিকার, প্রেমিকের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের মুম্বই পুলিশের
মহারাষ্ট্র সরকারের তরফে জানানো হয়েছে, সন্তানের বোর্ড পরীক্ষার সময় বা সন্তান অসুস্থ হলে তাদের সেবা শুশ্রুষার জন্য অভিভাবকদের এই ছুটির সুযোগ ভীষণই সহায়তা করবে ৷ সরকারের এই ঘোষণায় উচ্ছ্বসিত মহারাষ্ট্র সরকারের কর্মীরা ৷
আরও পড়ুন
চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, প্রাথমিক শিক্ষক নিয়োগে বদলাচ্ছে নিয়ম
বর্তমানে নতুন বিল অনুযায়ী কর্মরত মহিলারা ১২ সপ্তাহ অর্থাৎ তিন মাসের বদলে ২৬ সপ্তাহ অর্থাৎ ছ’মাসের সবেতন মাতৃত্বকালীন ছুটি পান ৷ সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রের মহিলা কর্মচারীরাই এই সুবিধা প্রযোজ্য ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Child Care Leave, Child care leave for government employees, Maharashtra government employees, Special 180-day child care leave