রমরমিয়ে চলছে বেআইনি কেরোসিন তেলের কারবার, তৈরি হচ্ছে নকল ডিজেল!
- Published by:Pooja Basu
Last Updated:
রমরমিয়ে চলছে বেআইনি কেরোসিন (Illegal Kerosin) তেলের কারবার, খবর পেতেই নড়েচড়ে বসল জেলা প্রশাসন
#দক্ষিণ ২৪ পরগনা: কেরোসিন তেল সরকারিভাবে রেশন কার্ডের মাধ্যমে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হয় (South Bengal News)। কিন্তু সেই তেলই চোরাপথে পৌঁছে যাচ্ছে কিছু অসাধু ব্যবসায়ীদের কাছে। বর্তমানে, কাকদ্বীপ সহ সুন্দরবন পুলিশ জেলার বেশিরভাগ এলাকায় রমরমিয়ে চলছে এই বেআইনি কেরোসিন (Illegal Kerosin) তেলের ব্যবসা। যা নিয়ে, ইতিমধ্যেই নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন।
আরও পড়ুন Coronavirus| Bengal: উপসর্গহীন করোনা আক্রান্ত রোগী কারা? খোঁজার অভিনব উপায় বীরভূম জেলা প্রশাসনের
শুধু কেরোসিন তেল-ই নয়, সেই তেলের সঙ্গে বিভিন্ন রাসায়নিক পদার্থ মিশিয়ে নকল ডিজেল বানানোর কাজ চালাচ্ছে কিছু অসাধু চক্র। এভাবেই রমরমিয়ে চলছে নকল ডিজেল তৈরির কাজও। এই ঘটনা জানার পরেই, তদন্ত শুরু করেছে সুন্দরবন পুলিশ (Sundarban Police) জেলার প্রশাসন। গোপন সূত্রে খবর পেয়ে ইতিমধ্যেই কাকদ্বীপের গনেশপুর পূর্ব বাজারের সোনাপট্টি এলাকায় তল্লাশি অভিযান চালায় সুন্দরবন পুলিশ জেলার পুলিশ। তল্লাশি চালানোর সময় উদ্ধার হয় ৬৪০০ লিটার কেরোসিন তেল। উদ্ধার হয় কেরোসিন তেল থেকে ডিজেল বানানোর উপকরণ। অনুপ সিং ও বিরাট নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে কাকদ্বীপ থানার পুলিশ। এই বেআইনি কেরোসিন ডিজেল তৈরির সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখতে বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই তল্লাশি অভিযান চালানো হচ্ছে কাকদ্বীপ থানার তরফ থেকে।
advertisement
advertisement
কাকদ্বীপ মহকুমার পুলিশ আধিকারিক অনিল কুমার রায় বলেন, 'সূত্র মারফত খবর পেয়ে, কাকদ্বীপ পূর্ব বাজার এলাকায় পরিমল চন্দ্র নামে এক ব্যক্তির গুদামে মজুত করা রয়েছে বেআইনি কেরোসিন। বিভিন্ন কেরোসিন তেলের ডিলারদের কাছ থেকে বেআইনিভাবে কেরোসিন তেল(Illegal Kerosin) কিনছিলেন পরিমল। ওই গুদামের থেকেই কেরোসিনের সঙ্গে বিশেষ কিছু রাসায়নিক পদার্থ উদ্ধার করা হয়। কেরোসিনের সঙ্গে বিশেষ রাসায়নিক পদার্থ মিশিয়ে তৈরি করা হচ্ছিল নকল ডিজেল।'
advertisement
আরও পড়ুন Coronavirus| Bengal: এক করোনাই রেহাই নেই, দোসর বৃষ্টি! বিশ্বকর্মা-মনসা পুজোয়ে মন্দা শিল্পীদের
আকাশছোঁয়া জ্বালানি তেলের (Illegal Kerosin)দামে হিমশিম খেতে হচ্ছে ট্রলার মালিকদের। ওই নকল ডিজেল খুব সহজেই অল্প মূল্যে অসাধু চক্রের ব্যবসায়ীদের হাত ধরে পৌঁছে যায় ট্রলার গুলিতে। ফলে রমরমিয়ে চলছে বেআইনি কেরোসিন তেলের পাশাপাশি নকল ডিজেল তৈরির কারবার। প্রশাসন নড়েচড়ে বসলেও কতটা আটকানো যাবে এই বেআইনি কারবার এখন তা নিয়েই উঠছে প্রশ্ন!
advertisement
রুদ্র নারায়ণ রায়
view commentsLocation :
First Published :
September 16, 2021 10:27 PM IST