রমরমিয়ে চলছে বেআইনি কেরোসিন তেলের কারবার, তৈরি হচ্ছে নকল ডিজেল!

Last Updated:

রমরমিয়ে চলছে বেআইনি কেরোসিন (Illegal Kerosin) তেলের কারবার, খবর পেতেই নড়েচড়ে বসল জেলা প্রশাসন

বেআইনি কেরোসিন তেল দিয়েই চলছিল নকল ডিজেল তৈরীর কাজ
বেআইনি কেরোসিন তেল দিয়েই চলছিল নকল ডিজেল তৈরীর কাজ
#দক্ষিণ ২৪ পরগনা: কেরোসিন তেল সরকারিভাবে রেশন কার্ডের মাধ্যমে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হয় (South Bengal News)। কিন্তু সেই তেলই চোরাপথে পৌঁছে যাচ্ছে কিছু অসাধু ব্যবসায়ীদের কাছে। বর্তমানে, কাকদ্বীপ সহ সুন্দরবন পুলিশ জেলার বেশিরভাগ এলাকায় রমরমিয়ে চলছে এই বেআইনি কেরোসিন (Illegal Kerosin) তেলের ব্যবসা। যা নিয়ে, ইতিমধ্যেই নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন।
শুধু কেরোসিন তেল-ই নয়, সেই তেলের সঙ্গে বিভিন্ন রাসায়নিক পদার্থ মিশিয়ে নকল ডিজেল বানানোর কাজ চালাচ্ছে কিছু অসাধু চক্র। এভাবেই রমরমিয়ে চলছে নকল ডিজেল তৈরির কাজও। এই ঘটনা জানার পরেই, তদন্ত শুরু করেছে সুন্দরবন পুলিশ (Sundarban Police) জেলার প্রশাসন। গোপন সূত্রে খবর পেয়ে ইতিমধ্যেই কাকদ্বীপের গনেশপুর পূর্ব বাজারের সোনাপট্টি এলাকায় তল্লাশি অভিযান চালায় সুন্দরবন পুলিশ জেলার পুলিশ। তল্লাশি চালানোর সময় উদ্ধার হয় ৬৪০০ লিটার কেরোসিন তেল। উদ্ধার হয় কেরোসিন তেল থেকে ডিজেল বানানোর উপকরণ। অনুপ সিং ও বিরাট নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে কাকদ্বীপ থানার পুলিশ। এই বেআইনি কেরোসিন ডিজেল তৈরির সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখতে বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই তল্লাশি অভিযান চালানো হচ্ছে কাকদ্বীপ থানার তরফ থেকে।
advertisement
advertisement
কাকদ্বীপ মহকুমার পুলিশ আধিকারিক অনিল কুমার রায় বলেন, 'সূত্র মারফত খবর পেয়ে, কাকদ্বীপ পূর্ব বাজার এলাকায় পরিমল চন্দ্র নামে এক ব্যক্তির গুদামে মজুত করা রয়েছে বেআইনি কেরোসিন। বিভিন্ন কেরোসিন তেলের ডিলারদের কাছ থেকে বেআইনিভাবে কেরোসিন তেল(Illegal Kerosin) কিনছিলেন পরিমল। ওই গুদামের থেকেই কেরোসিনের সঙ্গে বিশেষ কিছু রাসায়নিক পদার্থ উদ্ধার করা হয়। কেরোসিনের সঙ্গে বিশেষ রাসায়নিক পদার্থ  মিশিয়ে তৈরি করা হচ্ছিল নকল ডিজেল।'
advertisement
আকাশছোঁয়া জ্বালানি তেলের (Illegal Kerosin)দামে হিমশিম খেতে হচ্ছে ট্রলার মালিকদের। ওই নকল ডিজেল খুব সহজেই অল্প মূল্যে অসাধু চক্রের ব্যবসায়ীদের হাত ধরে পৌঁছে যায় ট্রলার গুলিতে। ফলে রমরমিয়ে চলছে বেআইনি কেরোসিন তেলের পাশাপাশি নকল ডিজেল তৈরির কারবার। প্রশাসন নড়েচড়ে বসলেও কতটা আটকানো যাবে এই বেআইনি কারবার এখন তা নিয়েই উঠছে প্রশ্ন!
advertisement
রুদ্র নারায়ণ রায়
view comments
বাংলা খবর/ খবর/Local News/
রমরমিয়ে চলছে বেআইনি কেরোসিন তেলের কারবার, তৈরি হচ্ছে নকল ডিজেল!
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement