Purulia News : সাহেব বাঁধের পাড়ে প্রায় ২০ হাজারেরও বেশি মানুষের সমাগম, পুরুলিয়া জেলা জুড়ে ধুমধামে পালিত ছট পুজো
- Published by:Debalina Datta
Last Updated:
সর্বধর্ম নির্বিশেষে ছট উৎসবে মেতেছে আপামর বঙ্গবাসী। রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি পুরুলিয়াতেও ছট পুজোকে ঘিরে ভক্তদের ঢল নেমেছে বিভিন্ন ঘাটে। সমস্ত অপ্রীতিকর ঘটনা এড়াতে ছটঘাট গুলিতে রয়েছে কড়া পুলিশি নিরাপত্তা।
#পুরুলিয়া: দুর্গাপূজো, কালীপুজোর পর এবার ছট উৎসবে মেতেছে বঙ্গবাসী। কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতেই রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি পুরুলিয়া জেলা জুড়ে মহাসমারহে পালিত হল ছট পুজো। কার্তিক মাসের শুক্লা পক্ষের ষষ্ঠী তিথিতে সূর্যদেবের উদ্দেশ্যে বিশেষ অর্ঘ্য দানই হল ছট উৎসব। জেলার বিভিন্ন জলাশয় গুলিতে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ করা যায়। ছিল কড়া পুলিশি নজরদারি। পুরুলিয়া শহরের সাহেব বাঁধে রীতি মেনে সূর্যদেব কে অর্ঘ্য দান করেন ছট ব্রতীরা।
এই দিন সাহেব বাঁধের পাড়ে প্রায় ২০ হাজারেরও বেশি মানুষের সমাগম হয়েছিল বলে জানিয়েছেন পুরুলিয়া ছট পুজো সমিতির কর্মকর্তারা। পাশাপাশি তারা এও জানান পুরুলিয়া পৌরসভা ও প্রশাসনের যথাযথ সহযোগিতা পেয়েছেন।
advertisement
advertisement
ছট ব্রতী মিনা পান্ডে জানান, তিনি দীর্ঘ প্রায় ২০ বছর ধরে ছট পুজো করে আসছেন। সমস্ত রীতি মেনে নির্জলা উপবাস করে ছটি মাইয়ার আরাধনা করেন তিনি।
আরও পড়ুন - ১০ হাজার কোটি টাকার ঋণ ইস্যুতে রাজ্যকে চ্যালেঞ্জের সুরে জবাব শুভেন্দুর, মুখ খুললেন চন্দ্রিমাও
advertisement
অপরদিকে পুরুলিয়া জেলার ঝালদার বাঁধাঘাটে ছট পূজা উপলক্ষে কয়েক হাজার ভক্তের সমাগম হয়। ঝালদা ডোমপাড়া ছট পুজো কমিটির প্রেসিডেন্ট অজয় সাউ জানান, প্রতি বছরের ন্যায় এ বছরও ছট পুজোর আয়োজন করা হয়েছে। ভক্তদের যাতে কোন সমস্যায় পড়তে না হতে হয়, তার জন্য সবরকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ছট পুজোর রীতি অনুসারে রবিবার সূর্যাস্তের মুহূর্তে সূর্য দেবকে বিশেষ অর্ঘ্য নিবেদন করেন ব্রতিরা। সোমবার সূর্যোদয়ের সময় সূর্য দেবকে বিশেষ অর্ঘ্য নিবেদন করে তারা উপস ভঙ্গ করবেন। ছট পুজো উপলক্ষে পুরুলিয়া জেলা যেন এক টুকরো বিহারের রূপ নিয়েছে। জেলা বিভাগের দীর্ঘ সময় পার হলেও আজও পুরুলিয়া বয়ে নিয়ে চলেছে ছট পুজোর ঐতিহ্য ও সংস্কৃতি। হিন্দি ভাষাভাষী মানুষদের পাশাপাশি সর্ব ধর্মের মানুষেরা এই ছট পুজোর উৎসবে মেতে উঠেছে।
advertisement
Sharmistha Banerjee
view commentsLocation :
First Published :
October 31, 2022 11:17 AM IST
বাংলা খবর/ খবর/Local News/
Purulia News : সাহেব বাঁধের পাড়ে প্রায় ২০ হাজারেরও বেশি মানুষের সমাগম, পুরুলিয়া জেলা জুড়ে ধুমধামে পালিত ছট পুজো