Purulia News: বিডিও ও পুলিশ আধিকারিকেরা পরিদর্শন করলেন তুলিন সুবর্ণরেখা নদীর ছট ঘাট

Last Updated:

 অন্যান্য জেলার পাশাপাশি ছট উৎসবে মেতেছে গোটা পুরুলিয়া। তুলিনি সুবর্ণরেখা নদীর ছট ঘাট পরিদর্শন করেন বিডিও ও পুলিশ কর্মকর্তারা। সমস্ত অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর পুলিশ প্রশাসন। 

+
ছট

ছট ঘাট পরিদর্শনের বিডিও পুলিশ আধিকারিকেরা

#পুরুলিয়া: ছট উৎসবে মেতেছে গোটা বঙ্গ। হিন্দি ভাষাভাষী মানুষদের কাছে অন্যতম বড় উৎসব হল ছট। বাঙালি থেকে অবাঙালি সকলেই ছট মাইয়ার আরাধনা করে থাকে। জেলায়, জেলায় চলছে ছট পুজোর প্রস্তুতি। রবিবার সকালে তুলিন সুবর্ণরেখা নদীর ছট ঘাট পরিদর্শন করলেন ঝালদার বিডিও রাজকুমার বিশ্বাস ও পুলিশ আধিকারিকেরা।
একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখলেন তারা।‌ পাশাপাশি ছট কমিটির সাথে কথা বলেন বিডিও। খতিয়ে দেখা হয় আলো ও নিরাপত্তার বিষয়টিও।
advertisement
এ বিষয়ে তুলিন অঞ্চল যুব কংগ্রেসের সভাপতি সাগর দাস জানান, ঝালদা ১ নং ব্লকের বিডিও এবং তুলিন ফাঁড়ির ওসি ছট ঘাট পরিদর্শন করলেন এটা খুব ভালো উদ্যোগ, কারণ এই সুবর্ণরেখা নদী ২ পাড় বিভক্ত হয়েছে ঝাড়খন্ড ও বেঙ্গলের মধ্যে। এই ছট পুজো উপলক্ষে ঝাড়খন্ড ও বেঙ্গলের ভক্তদের একটা মিলন স্থল হয়ে ওঠে এই তুলিনি সুবর্ণরেখা নদীর। ছট পুজো উপলক্ষে বহু মানুষের সমাগম হয় এই ঘাটে।
advertisement
ছট পুজোয় যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই শেষ মুহূর্তের প্রস্তুতি সরজামিনে খতিয়ে দেখলেন বিডিও এবং পুলিশ কর্মকর্তারা। এই পরিদর্শনে খুশি এলাকার মানুষেরা।
Sharmistha Banerjee
view comments
বাংলা খবর/ খবর/Local News/
Purulia News: বিডিও ও পুলিশ আধিকারিকেরা পরিদর্শন করলেন তুলিন সুবর্ণরেখা নদীর ছট ঘাট
Next Article
advertisement
সমাজের বাঁধন ছিড়ে নতুন পথে, সুন্দরবনে সাত পাকে দুই তরুণী ! রিয়া-রাখির প্রেমের নজির
সমাজের বাঁধন ছিড়ে নতুন পথে, সুন্দরবনে সাত পাকে দুই তরুণী ! রিয়া-রাখির প্রেমের নজির
  • সমাজের বাঁধন ছিড়ে নতুন পথে

  • সুন্দরবনে সাত পাকে দুই তরুণী !

  • রিয়া-রাখির প্রেমের নজির

VIEW MORE
advertisement
advertisement