Purulia News: পুরুলিয়ায় এলেই মিলবে নয়া চমক, তৈরি হচ্ছে সেলফি পয়েন্ট!
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
ভ্রমণপিপাসু মানুষদের জন্য অন্যতম পছন্দের ডেস্টিনেশন পুরুলিয়া। শীতের মরশুমে পুরুলিয়ায় উপচে পড়ে পর্যটকদের ভিড়। অন্যান্য পর্যটন কেন্দ্রের পাশাপাশি পুরুলিয়ার 'সাহেব বাঁধের' সৌন্দর্য চাক্ষুষ করতে বহু পর্যটকদের ঢল নামে।
#পুরুলিয়া : ভ্রমণপিপাসু মানুষদের জন্য অন্যতম পছন্দের ডেস্টিনেশন পুরুলিয়া। শীতের মরশুমে পুরুলিয়ায় উপচে পড়ে পর্যটকদের ভিড়। অন্যান্য পর্যটন কেন্দ্রের পাশাপাশি পুরুলিয়ার 'সাহেব বাঁধের' সৌন্দর্য চাক্ষুষ করতে বহু পর্যটকদের ঢল নামে। সাথে থাকে শিকারা বোটে চড়ে কাশ্মীরের ডাল লেকের নৌকা বিহারের মত আমেজ। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে জুড়তে চলেছে আরো এক নয়া চমক। পুরুলিয়া পৌরসভার উদ্যোগে শহরের প্রাণকেন্দ্র 'সাহেব বাঁধের' পাড়ে তৈরি হতে চলেছে সেলফি পয়েন্ট।
১৯৫৬ সালের ১ লা নভেম্বর পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়েছিল পুরুলিয়া জেলা। তাই এই দিনটিকে পুরুলিয়া জেলার জন্মদিবস হিসাবেই পালন করা হয়ে থাকে। এই দিনেই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে এই সেলফি পয়েন্টের। উদ্বোধন করবেন পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধান সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এ বিষয়ে পুরুলিয়া পৌরসভার চেয়ারম্যান নবেন্দু মাহালি বলেন, পুরুলিয়া বেড়াতে এসে যে সকল পর্যটকেরা সুভাষ উদ্যান, জেলা বিজ্ঞান কেন্দ্র ও পুরুলিয়ার সাহেব বাঁধে শিকারা বিহার করতে আসেন তাদের কথা ভেবেই পুরুলিয়া পৌরসভার এই নয়া উদ্যোগ।
advertisement
advertisement
পুরুলিয়ার জন্মদিনে এই সেলফি পয়েন্ট উপহার স্বরূপ পুরুলিয়াবাসীকে দেওয়া হচ্ছে। ভালোবাসার টানে মানুষ এখানে সেলফি তুলতে আসবে। সাহেব বাঁধের পাড়ে সেলফি পয়েন্ট তৈরি হওয়াকে কেন্দ্র করে উচ্ছ্বসিত তরুণ প্রজন্মের ছেলে-মেয়েরা। পুরুলিয়া পৌরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা। বর্তমানে সেলফির এই যুগে পুরুলিয়া শহরের বুকে এই নয়া আকর্ষণ, পর্যটকদের পাশাপাশি পুরুলিয়া জেলার যুবক-যুবতীদের কাছে অন্যতম পছন্দের জায়গা হতে চলেছে বলেই মনে করা হচ্ছে।
advertisement
Sharmistha Banerjee Bairagi
view commentsLocation :
First Published :
October 29, 2022 5:45 PM IST