হোম /খবর /লাইফস্টাইল /
১০/১২ ঘণ্টা বসে কাজ? শরীর সম্পূর্ণভাবে ভেঙে পড়বে অচিরেই, আস্থা রাখুন স্ট্রেচিংয়ে

Stretching Benefits: ১০/১২ ঘণ্টা বসেই কাজ? শরীর সম্পূর্ণভাবে ভেঙে পড়বে অচিরেই, সতর্ক হতে আস্থা স্ট্রেচিংয়ে

Work From Home: এক জায়গায় বসে কাজ করতে করতে শরীরে ব্যাথা বাড়ছে, কমছে ফ্লেক্সিবিলিটি।

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: কোভিড মহামারী এক নিমেষে আমাদের জীবনযাপন, কাজ এবং ব্যায়াম করার পদ্ধতিরও পরিবর্তন ঘটিয়েছে। মহামারীর ফলে এখনও অধিকাংশ জায়গাতেই বাড়িতে বসেই কাজ করতে হচ্ছে। বাড়ি থেকে কাজের এই নিউ নরমাল যাপনে শরীরের বারোটা বাজছে স্বাভাবিকভাবেই। আমাদের যাতায়াত করার অভ্যাস কমেছে, এক জায়গায় বসে কাজ করতে করতে শরীরে ব্যাথা (Stretching Benefits) বাড়ছে, কমছে ফ্লেক্সিবিলিটি। পুষ্টিবিদ রুজুতা দিওয়েকার জানিয়েছেন, আমরা যখন আমাদের শরীরের ব্যবহার কম করি তখন স্বাভাবিকভাবেই দেহ কার্যকারিতা হারায়। পুষ্টিবিদ রুজুতা তাঁর অনুরাগীদের জন্য ইনস্টাগ্রাম প্রোফাইলে নিজস্ব ফিটনেস রুটিন (Stretching Benefits) শেয়ার করেন হামেশাই।

রুজুতা ২০২২ সালে দৈনিক ফিটনেসের ১২-সপ্তাহের প্রকল্প শুরু করেছেন। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি গুরুত্বপূর্ণ রুটিন শেয়ার করেছেন রুজুতা। দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থাকার ফলে আমাদের শরীরে যে যে ক্ষতি হচ্ছে তার মোকাবিলার জন্য যে ফিটনেস রুটিন অনুসরণ করা উচিত তা দেখিয়েছেন তিনি। একটি ভিডিও শেয়ার করে রুজুতা জানিয়েছেন, আমরা যখন দীর্ঘক্ষণ (Stretching Benefits) ধরে এক জায়গায় বসে থাকি তখন শরীরে যে ধরণের পরিবর্তন হয় তাতে পিঠে ব্যথা শুরু হয়, পেটের অবস্থার বদল ঘটে, উরুতে ব্যথা হয়।

আরও পড়ুন- মনের মধ্যে টালমাটাল? সাউন্ড থেরাপি নিয়ন্ত্রণে আনবে হাজারো শারীরিক মানসিক চাপ

রুজুতার ফিটনেস রুটিনের (Stretching Benefits) এক ঝলক রইল এখানে:

 
 
 
 
View this post on Instagram
 
 
 
 

A post shared by Rujuta Diwekar (@rujuta.diwekar)

পা ওঠানো - ৫ বার

সোজা পা ওঠানো - ৫ বার

কাঁধের স্ট্রেচিং - ৫ বার

কাফ মাসলের স্ট্রেচিং - ৫ বার

হ্যামস্ট্রিং স্ট্রেচ – ৫ বার

শরীরের উপরের অংশে টুইস্ট – ৫ বার

বাহুর স্ট্রেচিং - ৫ বার

পিঠ এবং ঘাড়ের ব্যায়াম – ৫ বার

আরও পড়ুন- অন্যের লিপস্টিক কাজল ব্যবহার করছেন? বাড়ছে ভাইরাস ব্যাকটেরিয়ার সংক্রমণের ঝুঁকি

স্ট্রেচ শরীরকে বিভিন্ন উপায়ে সাহায্য করে। স্ট্রেচিং পেশীর গতি এবং নমনীয়তা বৃদ্ধি করতে সাহায্য করে। স্ট্রেচিং পেশীর রক্ত ​​​​প্রবাহ বাড়ায় এবং শারীরিক কর্মক্ষমতা উন্নত করতেও সাহায্য করে।

Published by:Madhurima Dutta
First published:

Tags: Fitness tips, Lockdown fitness