Winter | Home Decor : শীতে বাড়ির সাজ বদল করুন! সহজ উপায়েই ঘরে বজায় থাকবে উষ্ণতা
- Published by:Swaralipi Dasgupta
Last Updated:
Winter | Home Decor : জেনে নেওয়া যাক সামান্য জিনিস দিয়েও শীতের উৎসবের দিনগুলিতে আমাদের ঘর কী ভাবে সুন্দর করে তোলা যায়।
#কলকাতা: শীতকাল মানেই যেন ক্রিসমাস একটু একটু করে কাছে এগিয়ে আসে। এই উৎসবের আলো, খাওয়া-দাওয়া এবং আনন্দের ছোঁওয়া পুরো শীতকেই ভরিয়ে দেয় মনোরম উষ্ণতায়। আর উৎসবের দিনে আমরা সবাই শুধু নিজেকে নয়, নিজের চারপাশকেও সাজাতে ভালোবাসি। তাই শীতকালে অনেকেই ঘর নিজের সামর্থ্য এবং পছন্দ অনুযায়ী ঘর সাজাতে ভালোবাসেন। তাহলে জেনে নেওয়া যাক সামান্য জিনিস দিয়েও শীতের উৎসবের দিনগুলিতে আমাদের ঘর কী ভাবে সুন্দর করে তোলা যায়।
নীল বর্ডার
নীল এবং সাদা হল শীতের রঙ। তাই নীল এবং সাদা রঙের সংমিশ্রণে ওয়ালপেপার করলে তা শীতের দেওয়ালের জন্য খুব ভালো ভাবেই মানানসই হবে। নজর কাড়বে অতিথিদেরও।
ফায়ারউড
শীতের রাতে কনকন ঠাণ্ডায়য় ফায়ারউডের তাপ নিতে কে না ভালোবাসে! তবে শুধু উষ্ণতার জন্যই নয়, ফায়ারউড ঘরের লুকও অনেকটা বদলে দেয়। এক্ষেত্রে ইলেকট্রিক হিটারের বদলে তোলা উনুনের মতো ফায়ারপ্লেস ব্যবহার করা যেতে পারে।
advertisement
advertisement
নকল মালা
ছুটির মরসুমে ফুলের মালা দিয়ে ঘর সাজালে বেশ সুন্দর দেখতে লাগে। সেক্ষেত্রে লাল ও সবুজ নকল ফুলের মালা দিয়ে ঘর সাজালে ঘরের শোভা বাড়বে তো বটেই, সেই সঙ্গে মনটাও ঝলমল করবে ওই মালার মতোই।
advertisement
সিঁড়ি
আলো এমনিতেই ঘরের লুক বদলে দেয়। পুরো ঘরে, বিশেষ করে বাড়ির সিঁড়ি আলো দিয়ে সাজালে খুব সুন্দর দেখতে লাগবে। এক্ষেত্রে বাড়ির প্রায় কোনও অংশই আর অন্ধকারে বিমর্ষ হয়ে থাকবে না।
ফুলদানি
ফুলদানি ঘর সাজানোর জন্য সবসময় ব্যবহৃত হয়ে আসছে৷ কিন্তু পুরনো ধাচের বিশেষ করে কালো রঙের ফুলদানি দিয়ে ঘর সাজালে ঘরের বেশ ঐতিহ্যবাহী লুক আসবে।
advertisement
মোমবাতি
মোমবাতি দিয়ে ঘর সাজালে বেশ শীতকালের আবহ তৈরি হয়। সুগন্ধি মোমবাতি ব্যবহার করলে আরও ভালো উৎসবের পরিবেশ তৈরি হবে।
নিউট্রাল রঙ
বিভিন্ন ধরনের নিউট্রাল রঙের জিনিস শীতকালে ঘর সাজানোর খুব ভালো বিষয়।
advertisement
থালা
শীতের মরসুমে কাঠের অথবা মাটির থালায় খাবার পরিবেশন করলে তা বেশ একটা গ্রাম্য বাতাবরণ তৈরি করবে। সেক্ষেত্রে একটু অন্য ধরনের লুক আনতে এই থালা ঘরে রাখা যায়।
মোটা কম্বল
বিভিন্ন ধরনের বিছানার চাদর, কম্বল, পাটি ইত্যাদিরও ঘরের শোভা বর্ধনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এক্ষেত্রে রঙ যত উজ্জ্বল হবে, ততই ঘরের সাজ নজরকাড়া হবে।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 24, 2021 9:20 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Winter | Home Decor : শীতে বাড়ির সাজ বদল করুন! সহজ উপায়েই ঘরে বজায় থাকবে উষ্ণতা