Health care tips : শীতে গর্ভবতী হলে প্রয়োজন অতিরিক্ত সতর্কতা! সুস্থ থাকতে এই ৬টি বিষয় মেনে চলুন
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Health care tips : কোনও মহিলা যদি শীতকালে গর্ভবতী (Pregnant women) হন তাহলে তাঁকে আরও কিছু সতর্কতা বজায় রাখতে হয় কারণ শীতেই ঠান্ডা লেগে যাওয়া, ইনফেকশন, কাশি, জ্বর ইত্যাদি বেশি হয়।
গর্ভবতী হওয়া মহিলাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ ও বিশেষ অধ্যায়। কিন্তু একই সঙ্গে এই সময়ে শারীরিক ও মানসিক দুই রকমের স্ট্রেসই থাকে। হরমোনাল পরিবর্তনের জন্য বিভিন্ন রকম প্রভাব পড়ে। বিশেষ করে কোনও মহিলা যদি শীতকালে গর্ভবতী (Pregnant women) হন তাহলে তাঁকে আরও কিছু সতর্কতা বজায় রাখতে হয় কারণ শীতেই ঠান্ডা লেগে যাওয়া, ইনফেকশন, কাশি, জ্বর ইত্যাদি বেশি হয়। বাতাসে শুষ্কতাও বেশি থাকার জন্য নিজেকে হাইড্রেটেড রাখা জরুরি। তাই দেখে নেওয়া যাক শীতে গর্ভবতী মহিলাদের কী কী করণীয় (Health care tips)।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement