কথাতেই আছে, মানুষ দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না। কিন্তু দাঁতের ব্যথা একবার শুরু হলে প্রাণ ওষ্ঠাগত হওয়ার পালা। চিকিৎসকের কাছে তখন না গিয়ে উপায় নেই। কিন্তু রাতে বা মধ্যরাতে অনেক সময়েই জাঁকিয়ে দাঁতে ব্যথা শুরু হয়। তখন চিকিৎসকের কাছে যাওয়ার উপায়ও থাকে না। তখন ঘরের কিছু টোটকাই দাঁতের অসহ্য ব্যথা থেকে মুক্তি দিতে পারে। দেখে নেওয়া যাক এমন কয়েকটি ঘরোয়া টোটকা।