Health Tips: তড়কা জ্বর হলে কী করবেন? পরামর্শ দিলেন চিকিৎসক, জেনে নিন
- Reported by:RANJAN CHANDA
- hyperlocal
- Published by:Sanchari Kar
Last Updated:
Health Tips: সদ্যোজাত শিশু থেকে ৫-৬ বছরের মধ্যে শিশুদের তড়কা রোগ দেখা যায়। যা সাধারণ ভাষায় তড়কা জ্বর বলে।
মেদিনীপুর: বিভিন্ন সময় শিশুদের নানাবিধ রোগ দেখা যায়। জ্বর হলে কখনও খিচুনি আবার কখনও নানান ধরনের উপসর্গ দেখা যায় শিশুদের মধ্যে। সদ্যোজাত শিশু হোক কিংবা বড় শিশুদের নানা রোগ নিয়ে চিন্তায় থাকতে হয় অভিভাবকদের। সদ্যোজাত শিশু থেকে ৫-৬ বছরের মধ্যে শিশুদের তড়কা রোগ দেখা যায়। যা সাধারণ ভাষায় তড়কা জ্বর বলে। এই তড়কা জ্বর হলে অভিভাবকদের কী করনীয়, তা সবিস্তারে তুলে ধরলেন স্নায়ু রোগ বিশেষজ্ঞ চিকিৎসক কৌশিক শীল।
প্রসঙ্গত, এই জ্বর একপ্রকার জিনঘটিত। তড়কা জ্বর কোনও কোনও পরিবারে থাকে, এটা জিন ঘটিত রোগ। এই জ্বর হলে নানা উপসর্গ দেখা যায়। যেমন এই জ্বর হলে বাচ্চারা ভুল বকতে থাকে, সেখান থেকে খিচুনির মতো হয়।
আরও পড়ুন: থাইরয়েডে অস্বাভাবিক বৃদ্ধি! ক্যানসার নাকি অন্য কিছু, বুঝবেন কী ভাবে, রইল বিশেষজ্ঞের টিপস
advertisement
advertisement
তবে এই রোগ থেকে বাচ্চাদের কী ভাবে নিরাময় সম্ভব, তার উপদেশ দিলেন চিকিৎসক। এই জ্বরের চিকিৎসা হচ্ছে সামান্য জলে গা-হাত মুছে দেওয়া। জ্বর এলে প্যারাসিটামল ট্যাবলেট খাওয়ানো এবং জ্বর কমানো।
এই তরকা জ্বর পাঁচ থেকে সাত বছর পর্যন্ত থাকে। তারপর নিজে থেকে সেরে যায়। স্বাভাবিকভাবে এই জাতীয় জ্বর হলে সাবধানতা অবলম্বন করলে শিশুদের কোনও বিধ সমস্যা হয় না।
advertisement
রঞ্জন চন্দ
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 16, 2023 9:21 PM IST






