Weekend Trip: বোলপুর ঘুরতে গেলেও এই জায়গাটি যাননি তো? গরমের ছুটিতে মিস করবে না, রইল বেড়ানোর খুঁটিনাটি

Last Updated:

Weekend Trip: ১৯২৩ সালে গ্রামের লোকদের সঙ্গে নিয়ে কাপড় ছাপার ছোট একটি কারখানা স্থাপন করেন, যার নাম দেন 'আমার কুটির'। এক এক করে বাটিক ও চামড়ার ব্যাগ তৈরির কাজ শুরু হয় এখানে। দেশপ্রেমিকদের জন্য অবারিত দ্বার ছিল এই 'আমার কুটির'।

+
আমার

আমার কুটির

বীরভূম: ভ্রমণপিপাসু বাঙালি হাতে দু-একদিনের ছুটি পেলেই ছুটে যান বীরভূম। বীরভূমের মধ্যে যেমন একাধিক দেখার জায়গা রয়েছে, ঠিক তেমনই এক অন্যতম আকর্ষণ বোলপুর শান্তিনিকেতন। তবে বোলপুর শান্তিনিকেতনে প্রচুর দেখার জায়গা রয়েছে সেগুলি হয়ত সবকিছু দেখেছেন, তবে আপনি কী কোনওদিন দেখেছেন ‘আমার কুটির’?
বীরভূমের বোলপুর স্টেশন থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে ‘আমার কুটির’। বল্লভপুর গ্রামের কোপাই নদীর ধারে জঙ্গলাকীর্ণ এবং পরিত্যক্ত অনুর্বর বিঘা পঁচিশেক জমি পান সুষেণবাবু, তাঁর পল্লি উন্নয়ন কাজের জন্য। এই জমিতেই ১৯২৩ সালে গ্রামের লোকদের সঙ্গে নিয়ে কাপড় ছাপার ছোট একটি কারখানা স্থাপন করেন, যার নাম দেন ‘আমার কুটির’। এক এক করে বাটিক ও চামড়ার ব্যাগ তৈরির কাজ শুরু হয় এখানে। দেশপ্রেমিকদের জন্য অবারিত দ্বার ছিল এই ‘আমার কুটির’। এই ভবনের নামকরণ সম্পর্কে বোলপুর শান্তিনিকেতনের একজন পথপ্রদর্শক বলেন, ‘যিনিই এখানে বাস করেছেন, তিনিই যেন এটিকে তাঁর নিজের কুটির বলে ভাবেন।’ তাই এই জায়গার নাম দেওয়া হয় আমার কুটির।
advertisement
আরও পড়ুনঃ ওয়্যাক্সিং, রেজার ছাড়ুন! টাকা, যন্ত্রণা ছাড়াই অবাঞ্ছিত রোম থেকে মুক্তি! ‘এই’ ডালের পেস্ট ব্যবহারে ঝলমলে, তেলতেলে রোমহীন ত্বক
আপনি পৌঁছবেন কী ভাবে? আপনি যদি কলকাতা, হাওড়া অথবা শিয়ালদহ স্টেশন থেকে যে কোনও লোকাল অথবা এক্সপ্রেস ট্রেন ধরে বোলপুর স্টেশন পৌঁছে যান তাহলে সেই বোলপুর স্টেশন থেকে আপনি টোটো করে নিতে পারেন। আপনি চাইলে অনলাইন অ্যাপের মাধ্যমে টোটো বুক করে নিতে পারবেন। সেখান থেকে টোটো ভাড়া করে আপনি বোলপুর শান্তিনিকেতনের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে নিন। তারপরে আপনি সেখান থেকে পৌঁছে যান সোনাঝুরির খোয়াই হাট। সেখান থেকে আপনি পৌঁছে যাবেন বল্লভপুর গ্রাম, যেখানে অবস্থিত এই ‘আমার কুটির’।
advertisement
advertisement
আরও পড়ুনঃ গরম পড়তেই বাড়িময় ভনভন করছে মাছি! ভয়ঙ্কর রোগ বাসা বাঁধবে শরীরে! বিনা খরচের ঘরোয়া ‘এই’ ট্রিক খুবই কার্যকর
‘আমার কুটির’-এ উৎপাদিত নানা হস্তশিল্প-সামগ্রী নিয়ে বছরের বিভিন্ন সময়ে বেঙ্গালুরু, পুণে, গোয়া, মুম্বই, বিহার ও কলকাতায় অনুষ্ঠিত নানা প্রদর্শনীতে নিয়মিত যোগ দেয় এই প্রতিষ্ঠান। সারা দেশের মধ্যে পুণের বাজারই সবচেয়ে ভাল বলে জানা যায়। স্বাধীনতা পূর্ব ভারতবর্ষে গড়ে ওঠা ‘আমার কুটির’-র অনেক পরিবর্তন ঘটেছে স্বাধীন ভারতে। তবু পল্লি উন্নয়নের লক্ষ্যে অর্থনৈতিক ভাবে দুর্বল গ্রামীণ মানুষদের হস্তশিল্প অনুশীলনের মধ্য দিয়ে কর্মমুখী এবং স্বাবলম্বী করে তোলার ধারা বজায় রেখেছে আজও।
advertisement
সৌভিক রায়
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Weekend Trip: বোলপুর ঘুরতে গেলেও এই জায়গাটি যাননি তো? গরমের ছুটিতে মিস করবে না, রইল বেড়ানোর খুঁটিনাটি
Next Article
advertisement
মৃত্যুর ধারাবাহিকতা! শুধুমাত্র প্রেসক্রিপশনেই দেওয়া হবে কাশির সিরাপ, ভুল নয়! জানুন বিশদে
মৃত্যুর ধারাবাহিকতা! শুধুমাত্র প্রেসক্রিপশনেই দেওয়া হবে কাশির সিরাপ, ভুল নয়! জানুন বিশদে
  • কেন্দ্র দূষিত কাশির সিরাপের কারণে মৃত্যুর পর কাশির সিরাপ প্রেসক্রিপশন ছাড়া বিক্রি নিষিদ্ধ করতে চলেছে.

  • ডিসিসি প্রস্তাব করেছে কাশির সিরাপকে শিডিউল কে তালিকা থেকে বাদ দেওয়া উচিত, যা লাইসেন্স ছাড়া বিক্রি হয়.

  • মধ্যপ্রদেশে দূষিত কাশির সিরাপের কারণে শিশুদের মৃত্যুর পর WHO সতর্কতা জারি করেছে.

VIEW MORE
advertisement
advertisement