Natural Fly Repellent: গরম পড়তেই বাড়িময় ভনভন করছে মাছি! ভয়ঙ্কর রোগ বাসা বাঁধবে শরীরে! বিনা খরচের ঘরোয়া 'এই' ট্রিক খুবই কার্যকর

Last Updated:
Home Remedies for Flies: গরম পড়তেই বাড়িময় ভনভন করছে মাছি। কিছু প্রাকৃতিক উপায় রয়েছে, যার সাহায্যে মাছি ঘর থেকে দূরে রাখা সম্ভব। তার জন্য কিছু বিষয় খেয়াল রাখতে হবে এবং কিছু ঘরোয়া প্রতিকারের চেষ্টা করতে হবে।
1/6
*গরম পড়তেই মাছির উপদ্রব বাড়তে শুরু করেছে। কাটা ফল, সবজি থেকে রান্না করা খাবার, সবেতেই বসছে মাছি। আর তাতেই রোগ ছড়ানোর আশঙ্কায় কাঁটা গৃহস্থ। গরম শুরু হলেই ঘরে মাছি আসতে শুরু করে। যার কারণে নানা ধরনের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দেখা দেয়, ছোট শিশুদের মুখেও মাছি বসে এবং শিশুরা নানা রোগে আক্রান্ত হয়।
*গরম পড়তেই মাছির উপদ্রব বাড়তে শুরু করেছে। কাটা ফল, সবজি থেকে রান্না করা খাবার, সবেতেই বসছে মাছি। আর তাতেই রোগ ছড়ানোর আশঙ্কায় কাঁটা গৃহস্থ। গরম শুরু হলেই ঘরে মাছি আসতে শুরু করে। যার কারণে নানা ধরনের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দেখা দেয়, ছোট শিশুদের মুখেও মাছি বসে এবং শিশুরা নানা রোগে আক্রান্ত হয়।
advertisement
2/6
*তবে কিছু প্রাকৃতিক উপায় রয়েছে, যার সাহায্যে মাছি ঘর থেকে দূরে রাখা সম্ভব। তার জন্য কিছু বিষয় খেয়াল রাখতে হবে এবং কিছু ঘরোয়া প্রতিকারের চেষ্টা করতে হবে।
*তবে কিছু প্রাকৃতিক উপায় রয়েছে, যার সাহায্যে মাছি ঘর থেকে দূরে রাখা সম্ভব। তার জন্য কিছু বিষয় খেয়াল রাখতে হবে এবং কিছু ঘরোয়া প্রতিকারের চেষ্টা করতে হবে।
advertisement
3/6
*কর্পূরের সুগন্ধ খুব কড়া, যার কারণে অনেক ছোট পোকামাকড় পালিয়ে যায়। ঘরে যাতে মাছি ঢুকতে না পারে সেজন্য কর্পূরের গুঁড়ো বানিয়ে ছিটিয়ে দিন, এই প্রক্রিয়া মাছি দূরে রাখবে। কর্পূর পুড়িয়েও মাছি ঘর থেকে দূরে রাখা সম্ভব। কারণ এর গন্ধ ঝাঁঝালো হওয়ায় এটি মাছিদের দূরে থাকতে সাহায্য করে।
*কর্পূরের সুগন্ধ খুব কড়া, যার কারণে অনেক ছোট পোকামাকড় পালিয়ে যায়। ঘরে যাতে মাছি ঢুকতে না পারে সেজন্য কর্পূরের গুঁড়ো বানিয়ে ছিটিয়ে দিন, এই প্রক্রিয়া মাছি দূরে রাখবে। কর্পূর পুড়িয়েও মাছি ঘর থেকে দূরে রাখা সম্ভব। কারণ এর গন্ধ ঝাঁঝালো হওয়ায় এটি মাছিদের দূরে থাকতে সাহায্য করে।
advertisement
4/6
*ঘর থেকে মাছি দূরে রাখতে তুলসি এবং পুদিনা পাতা খুবই কার্যকরী। কারণ, এই দুটি গাছই তাদের ঝাঁঝালো গন্ধ থেকে জীবাণু দূরে রাখে। এতে মশার পাশাপাশি মাছিও দূরে থাকে। তুলসি ও পুদিনা পাতা জলে ফুটিয়ে ঠান্ডা করে নিন। তারপর সারা ঘরে স্প্রে করুন। এটি মাছি দূরে রাখতে সহায়তা করবে।
*ঘর থেকে মাছি দূরে রাখতে তুলসি এবং পুদিনা পাতা খুবই কার্যকরী। কারণ, এই দুটি গাছই তাদের ঝাঁঝালো গন্ধ থেকে জীবাণু দূরে রাখে। এতে মশার পাশাপাশি মাছিও দূরে থাকে। তুলসি ও পুদিনা পাতা জলে ফুটিয়ে ঠান্ডা করে নিন। তারপর সারা ঘরে স্প্রে করুন। এটি মাছি দূরে রাখতে সহায়তা করবে।
advertisement
5/6
*জলে লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। তারপর ঘরের দরজা-জানালার কাছে ছিটিয়ে দিন, এতে মাছিদের দূরে রাখতে অনেক দূর এগিয়ে যাবে। কারণ, লাল লঙ্কার তীব্র গন্ধে মাছি দূরে থাকে।
*জলে লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। তারপর ঘরের দরজা-জানালার কাছে ছিটিয়ে দিন, এতে মাছিদের দূরে রাখতে অনেক দূর এগিয়ে যাবে। কারণ, লাল লঙ্কার তীব্র গন্ধে মাছি দূরে থাকে।
advertisement
6/6
*লেবু এবং বেকিং সোডা ময়লা দূর করতে সহায়ক। মাছি আসার সবচেয়ে বড় কারণ ঘরে ময়লার উপস্থিতি। কারণ, মাছি হয় ময়লা নিয়ে ঘরে ঢুকে পড়ে নয়তো ঘর থেকে তা নিয়ে যায়। লেবুর রস ও বেকিং সোডা পাউডার মিশিয়ে ঘরের পাশের ড্রেনে, ওয়াশ বেসিন বা সিঙ্কের কাছে ছিটিয়ে দিন, এতে মাছি ঘর থেকে দূরে থাকবে।
*লেবু এবং বেকিং সোডা ময়লা দূর করতে সহায়ক। মাছি আসার সবচেয়ে বড় কারণ ঘরে ময়লার উপস্থিতি। কারণ, মাছি হয় ময়লা নিয়ে ঘরে ঢুকে পড়ে নয়তো ঘর থেকে তা নিয়ে যায়। লেবুর রস ও বেকিং সোডা পাউডার মিশিয়ে ঘরের পাশের ড্রেনে, ওয়াশ বেসিন বা সিঙ্কের কাছে ছিটিয়ে দিন, এতে মাছি ঘর থেকে দূরে থাকবে।
advertisement
advertisement
advertisement