Weekend Trip: বারে বারে ঝাড়গ্রাম গেলেও এই জায়গাটি মিস করেছেন নিশ্চিত, জঙ্গলমহলের নয়া ডেস্টিনেশন এটাই

Last Updated:

Weekend Trip: পশ্চিমবঙ্গ পর্যটন মানচিত্রের গুরুত্বপূর্ণ একটি পর্যটনস্থল হল বেলপাহাড়ি। পর্যটকদের জন্য শীতের মরশুমে আত্মপ্রকাশ করেছে সাদা পাহাড়। সাদা পাহাড় দেখতে ভিড় জমছে পর্যটকদের।

+
বেলপাহাড়ির

বেলপাহাড়ির সাদা পাহাড় 

ঝাড়গ্রাম: জঙ্গলমহলের অরণ্য সুন্দরী ঝাড়গ্রামের সবুজ শালের জঙ্গল ও পাহাড়ের টানে সারা বছরই পর্যটকের ঢল নামে। শীত পড়লেই সংখ্যাটা আরও বেড়ে যায়। বেলপাহাড়ির ঘাগড়া জলপ্রপাত, লালজল গুহা, খাঁদারানী লেক, গাড়রাশিনি পাহাড়, চাকাডুবা থেকে কাঁকড়াঝোড় যাওয়ার টেকিং রুট, কাঁকড়াঝোড়ের মনোরম পরিবেশের পাশাপাশি ঢাঙ্গিকুসুমের হদহদি জলপ্রপাত এখন পর্যটকদের নখদর্পণে রয়েছে। কিন্তু বেলপাহাড়িতে পর্যটকদের কাছ থেকে আড়াল হয়ে রয়েছে সাদা পাহাড়। চকচক করা সাদা পাথরের এই পাহাড় পর্যটকদের কাছে নতুন আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছে।
পাহাড়টি পর্যটকদের কাছে এখন সাদা পাহাড় এই নামে পরিচিত হচ্ছে কিন্তু স্থানীয় মানুষজন চাতন পাহাড় বা চাতন ডুংরি নামে এই পাহাড়টিকে ডেকে থাকে। বেলপাহাড়ি থেকে কাঁকড়াঝোড় যাওয়ার রাস্তায় বোদাডিহি গ্রামের কাছে রাস্তার ডান হাতে পড়বে এই পাহাড়টি। সবুজ শাল গাছে ঘেরা এই পাহাড়টির চূড়ার দিকে চোখ গেলেই পর্যটকের মন আটকে যাবে। সহজ ভাবেই উপরে উঠা যায় সাদা পাহাড়ে।
advertisement
আরও পড়ুনঃ বিকেল গড়ালেই ছমছমে পরিবেশ, বড়দিনে ঘুরে আসুন কালিম্পংয়ের এই গ্রামে, আজীবন মনে থেকে যাবে
সাদা পাহাড়ে উঠলেই চোখে পড়বে বড় বড় সাদা পাথরের চাঁই। সূর্যের আলো পড়লে চকচক করে উঠে পাথরগুলি। আর এই সাদা পাহাড়ে সময় কাটানোর অনুভূতিটা একেবারেই আলাদা হতে পারে পর্যটকদের কাছে। স্থানীয় গ্রামবাসী নীরাপদ মাহাতো বলেন, “চারিদিক থেকে সবুজ শালগাছ পাহাড়টিকে ঘিরে থাকার জন্য বহু পর্যটক বুঝতে পারে না। আমরা চাতন পাহাড়, চাতন ডুংরি, সাদা পাহাড় এই সকল নামে এই পাহাড়টিকে ডেকে থাকি। পুরো বেলপাহাড়িতে এই ধরনের পাহাড় একটাও নেই।
advertisement
advertisement
আরও পড়ুনঃ গাঁটে-হাতে-পায়ে ব্যথা মানেই ক্যালসিয়ামের অভাব নয়, আপনার শরীরে এই ভিটামিনের ঘাটতি, সচেতন হন এখনই
এই পাহাড়ে বড় বড় সাদা পাথরের চাঁই রয়েছে। পাথরগুলিতে রোদ পড়লে চকচক করে উঠে। যে সমস্ত পর্যটকরা জানে তাঁরাই পাহাড়ে উঠে। আমরা চাই প্রশাসন গুরুত্ব দিয়ে এই পাহাড়টিকে পর্যটকদের কাছে তুলে ধরুক”। এই শীতের মরশুমে যে সমস্ত পর্যটকরা জঙ্গলমহল তথা ঝাড়গ্রাম বেড়াতে আসার পরিকল্পনা করছেন। তাঁদের জন্য বেড়ানোর সেরা ডিস্টিনেশন হতে পারে সাদা পাহাড়।
advertisement
বুদ্ধদেব বেরা
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Weekend Trip: বারে বারে ঝাড়গ্রাম গেলেও এই জায়গাটি মিস করেছেন নিশ্চিত, জঙ্গলমহলের নয়া ডেস্টিনেশন এটাই
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement