Travel Destination: বিকেল গড়ালেই ছমছমে পরিবেশ, বড়দিনে ঘুরে আসুন কালিম্পংয়ের এই গ্রামে, আজীবন মনে থেকে যাবে
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
Weekend Trip: কালিম্পং শহর থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে অবস্থিত তেন্দ্রাবং গ্রামে এলে দেখতে পাবেন রং বেরঙের প্রচুর অর্কিড এবং ফুল। হিমালয়ের পাখিদের দেখাও মিলবে তেন্দ্রাবংয়ে।
advertisement
*সারা বছরই এখানে বেড়াতে আসা যায়। হোমস্টের ব্যবস্থা আছে। আর সঙ্গে আছে গ্রামবাসীদের নির্মল আতিথেয়তা। শরীর মন ক্লান্ত থাকলে কটা দিন এখান থেকে ঘুরে যাওয়া যায়। কালিম্পং শহর থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে অবস্থিত তেন্দ্রাবং গ্রামে এলে দেখতে পাবেন রং বেরঙের প্রচুর অর্কিড এবং ফুল। কালিম্পং থেকে গাড়িতে তেনড্রা পৌঁছোনো যায়। সংগৃহীত ছবি।
advertisement
*নেওড়া ভ্যালির কোলে অবস্থিত হওয়ার কারণে হিমালয়ের পাখিদের দেখাও মিলবে তেন্দ্রাবংয়ে। পাইনে ঘেরা সবুজ জঙ্গলের ধারে বসে থাকলে সকাল থেকে সেই সব পাখিদের ডাক শুনতে পাবেন। বার্ড ওয়াচিংয়ের জন্য সেরা জায়গা এই তেন্দ্রাবং। আর যদি আপনি অ্যাডভেঞ্চার ভালবাসেন তাহলে কাছেপিঠের কোনও পাহাড়ি গ্রাম থেকে হাইকিংও করতে পারেন। সংগৃহীত ছবি।
advertisement
*কালিম্পং শহরের কাছেই অবস্থিত হওয়ায় আপনি তেন্দ্রাবং থেকে বেশ কয়েকটি জায়গা ঘুরে নিতে পারবেন। পেডংয়ের খুব কাছেই অবস্থিত এই তেন্দ্রাবং। তাছাড়া এখান থেকে রিকিসুম, নেওড়া ভ্যালি ন্যাশানাল পার্ক, ঋষভ, লাভা, কোলাখাম, লোলগাঁও, মূলকারখা, লিংসে, রামধুরা, সিলেরিগাঁও, ইচ্ছেগাঁও, ঋষিখোলা অনায়াসে ঘুরে নেওয়া যায়। ইচ্ছা হলে পাহাড়ি রানি দার্জিলিঙয়েও ঘুরে নিতে পারবেন এখান থেকে। সংগৃহীত ছবি।
advertisement
advertisement