দিঘায় তো বহুবার গিয়েছেন, কিন্তু কখনও দেখেছেন কি ৩০০ বছরের পুরনো এই রাজবাড়ি? সপ্তাহান্তে ঘুরে আসুন
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Madan Maity
Last Updated:
Weekend Trip: দিঘার ব্যস্ততার বাইরে একটু নিরিবিলি পরিবেশে, শান্ত-নির্জন প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চান, তাঁদের জন্য এক আদর্শ গন্তব্য হতে পারে কিশোরনগর রাজবাড়ি
দিঘা: যারা দিঘার ব্যস্ততার বাইরে একটু নিরিবিলি পরিবেশে, শান্ত-নির্জন প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চান, তাঁদের জন্য এক আদর্শ গন্তব্য হতে পারে কিশোরনগর রাজবাড়ি। দিঘা থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত এই রাজবাড়ি শুধু একটি স্থাপত্য নয়—এটি পূর্ব মেদিনীপুর জেলার গর্ব।
স্থানীয় মানুষ একে “কিশোরনগর গড়” নামেই ডাকেন। ভ্রমণপথও বেশ সহজ, বাসে এলে কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ড থেকে মাত্র পাঁচ মিনিট হাঁটা, আর ট্রেনে এলে কাঁথি রেলস্টেশন থেকে টোটো বা অটোয় ১০ মিনিটেই পৌঁছে যাওয়া যায় এই রাজবাড়ির প্রাঙ্গণে। রাজবাড়িতে পা রাখলেই মনে হবে—আপনি হয়ত সময়ের পাতা উল্টে ৩০০ বছর পেছনে চলে গিয়েছেন, এক রাজকীয় যুগে।
advertisement
আরও পড়ুন: ট্রেনে না বাসে? বাজেট সামলে লং উইকএন্ডে ঘুরে আসুন মন্দারমণি, কীভাবে সহজে পৌঁছবেন? জানুন একঝলকে
এই রাজবাড়ির প্রতিষ্ঠাতা রাজা যাদব রাম রায়, যিনি নবাব মীরকাশিমের কাছ থেকে মাজনামুঠা পরগনার জমিদারি লাভ করেন। তিনি ছিলেন দানবীর—প্রজাদের জন্য নিজের সব সম্পদ বিলিয়ে দিতেন। তাঁর মহানুভবতা ঈর্ষার কারণ হয়ে দাঁড়ায় ভাইদের কাছে। ষড়যন্ত্রে রাজাকে মুর্শিদাবাদে ডেকে এনে নির্মমভাবে মাটিতে পুঁতে শাস্তি দেওয়া হয়। সেই অবস্থায়ও তিনি জিভের রক্তে বটপাতায় লিখে জমি দান করেন, যা দেখে মীরকাশিম তাঁকে ‘রাজা’ উপাধিতে ভূষিত করেন।
advertisement
advertisement
কিন্তু তাঁর উত্তরসূরিরা ছিলেন অত্যাচারী ও লোভী। হতাশ হয়ে রাজা নিজেই নিজের বংশ ধ্বংসের অভিশাপ প্রার্থনা করেন কৌলিন্য ব্রাহ্মণদের কাছ থেকে। ব্রাহ্মণরা রাজি না হলেও অবশেষে বাধ্য হয়ে অভিশাপ দেন, যা পরে বাস্তবে পরিণত হয়। রাজার একমাত্র পুত্র ও নাতনি মারা যান, রাজবংশের পতন ঘটে।
আরও পড়ুন: কলকাতার কাছেই ‘এই’ ৬ ভার্জিন সি-বিচ, কাপল ফ্রেন্ডলি রিসর্টে নির্জনতা সঙ্গী, ১৫ অগাস্টের লং উইকেন্ডে ঘুরে আসুন
আজও রাজবাড়ির আঙিনায় দাঁড়িয়ে শোনা যায় অতীতের কাহিনি। কুলদেবতা কৌশরীমোহন জীউর মন্দির এখনো সক্রিয়, এবং তাঁর নামেই গ্রামের নাম—কিশোরনগর। যাঁরা ইতিহাস ভালবাসেন, তাঁদের জন্য কিশোরনগর রাজবাড়ি নিঃসন্দেহে এক অনন্য গন্তব্য—একটি রাজকীয় অতীতের নীরব সাক্ষী।
advertisement
মদন মাইতি
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 01, 2025 7:37 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
দিঘায় তো বহুবার গিয়েছেন, কিন্তু কখনও দেখেছেন কি ৩০০ বছরের পুরনো এই রাজবাড়ি? সপ্তাহান্তে ঘুরে আসুন