ট্রেনে না বাসে? বাজেট সামলে লং উইকএন্ডে ঘুরে আসুন মন্দারমণি, কীভাবে সহজে পৌঁছবেন? জানুন একঝলকে
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Madan Maity
Last Updated:
Mandarmani Weekend Trip Deatils: যারা শান্ত পরিবেশে সমুদ্রের রূপ উপভোগ করতে চান, তাঁদের কাছে মান্দারমনির নির্জনতা এক স্বর্গসম অনুভূতি এনে দেয়। কিন্তু প্রশ্ন হল, মান্দারমনি যেতে হলে কোন পথে যাওয়া সুবিধাজনক — বাস না ট্রেন?
দিঘার কোলাহল আর ভিড়ে ক্লান্ত অনেক পর্যটক এখন বিকল্প গন্তব্য হিসেবে বেছে নিচ্ছেন মান্দারমনিকে। যারা শান্ত পরিবেশে সমুদ্রের রূপ উপভোগ করতে চান, তাঁদের কাছে মান্দারমনির নির্জনতা এক স্বর্গসম অনুভূতি এনে দেয়। কিন্তু প্রশ্ন হল, মান্দারমনি যেতে হলে কোন পথে যাওয়া সুবিধাজনক — বাস না ট্রেন? চলুন, বিস্তারিত জানা যাক দুটি পথেই পৌঁছনোর উপায়। আর কোনটি আপনার জন্য শ্রেয়।
advertisement
কলকাতা থেকে দিঘা বা কাঁথি রুটে প্রতিদিন অসংখ্য বাস চলাচল করে। যাত্রীরা সহজেই এসব বাসে উঠে কাঁথি পার হয়ে ‘চাউলখোলা’ নামক একটি গুরুত্বপূর্ণ স্টপেজে নেমে যেতে পারেন। এখান থেকেই মান্দারমনির হোটেলগুলোর উদ্দেশ্যে অটো বা টোটো পাওয়া যায় সহজেই। মাথাপিছু খরচ মাত্র ৩০ টাকা। কেউ যদি রিজার্ভ নিতে চান, সেক্ষেত্রে খরচ হয় ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত। চাউলখোলা থেকে মান্দারমনির দূরত্ব মাত্র ৭ কিলোমিটার, তাই এই পথটি তুলনামূলকভাবে আরামদায়ক এবং সরল।
advertisement
যারা ট্রেনের যাত্রী, তাঁদের কাঁথি বা রামনগর স্টেশনে নামতে হয়। স্টেশন থেকে মান্দারমনির সরাসরি কোনও পরিবহন না থাকায় প্রথমে যেতে হয় চাউলখোলা বাসস্ট্যান্ডে। এরপর সেখান থেকে অটো বা টোটো ধরে মান্দারমনি পৌঁছাতে হয়। যদিও ট্রেনের যাত্রা আরামদায়ক ও সময়নির্ধারিত, তবে স্টেশন থেকে বারবার গাড়ি পরিবর্তন অনেক পর্যটকের কাছে বিরক্তিকর হয়ে উঠতে পারে।
advertisement
advertisement
advertisement