Viral Video: ছাদনাতলায় হাজির বর-কনে! মালাবদলের চরম মুহূর্তেই আচমকা ‘বেঁকে বসলেন’ কনে! তারপর…
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Viral Video: বরমালার মুহূর্তেই যা করে বসলেন কনে! সবার তো মুহূর্তে চক্ষু-চড়কগাছ!
#কলকাতা: বিয়ের মরশুম শুরু হতে না হতেই নানা মজাদার বিয়ের ভিডিও চোখে পড়ছে সোশ্যাল মিডিয়ায় (Viral Video)। আর বিয়ের ভিডিয়ো মানেই এখন সোশ্যাল মিডিয়ার হট কেক। সত্যি বলতে, এই বিশেষ দিনে বর-কনের মধ্যে খুনসুঁটি, ছোট-বড় বিয়ের অনুষ্ঠানের খুঁটিনাটি দেখতে সবাই কম বেশি ভালবাসেন। আর সেই ভিডিও যদিও হয় নাটকীয় ও মজাদার তাহলে তো ঝড়ের গতিতে তা ভাইরাল (Wedding Varmala Viral Video) হয়ে যায় মুহূর্তের মধ্যে। এমনই এক মিষ্টি ভিডিয়ো ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।
advertisement
পারুল গর্গ নামে একজন মেক আপ আর্টিস্ট ইনস্টাগ্রামে ভিডিয়োটি পোস্ট করেছেন। ভিডিয়োতে (Viral Video) শুরুতে দেখে একটি সাধারণ বিয়ের অনুষ্ঠান মনে হতে পারে। আর পাঁচটা বিয়ের মতোই সেখানে মালাবদল হচ্ছে। বর এবং কনেকে একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। তবে ভিডিয়োটির (Wedding Varmala Viral Video) সবচেয়ে মজার মুহূর্তটি হল, যখন বর কনেকে মালা পরানোর চেষ্টা করেন।
advertisement
advertisement
নববধূ কার্যত তাঁর ফ্লেক্সিবিলিটির নমুনা দিলেন এই ভিডিয়োয় (Wedding Varmala Viral Video)। বিয়ের ভারী লেহেঙ্গা পরনে সুন্দরী কনে দিব্যি আর্চ করে দিলেন বরের সঙ্গে বরমালা না পরার খুনসুটি করার সময়। সেটা দেখেই হাসির রোল ওঠে উপস্থিত অতিথি-পরিজনদের মধ্যে। নিঃসন্দেহে এটি বেশ মজার একটি মুহূর্ত ওঠে ফটোশিকারীদের কাছে।
ইনস্টাগ্রামে শেয়ার হতেই মুহূর্তে ভাইরাল হয়েছে এই চমকপ্রদ ভিডিওটি (Viral Video)। কনের শরীরের 'ফিটনেস' দেখে তাজ্জব নেটিজেনরাও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। দুর্বার গতিতে হয়েছে ভাইরাল।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 24, 2022 4:44 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral Video: ছাদনাতলায় হাজির বর-কনে! মালাবদলের চরম মুহূর্তেই আচমকা ‘বেঁকে বসলেন’ কনে! তারপর…