Airtel Girl: এয়ারটেল 4’G গার্লকে মনে আছে? চেনেন তাঁর আজকের Bold অবতার? দেখুন...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Airtel Girl: ইনস্টাগ্রামের পাতায় তার ফলোয়ার্স সংখ্যা ১ লাখের উপর। তবে অনেকেই ভীষণভাবে পরিচিত এই এয়ারটেল গার্লের আসল পরিচয় জানতেন না।
বিনোদন জগতে একটা বড় ভূমিকা পালন করে বিজ্ঞাপন। এই বিজ্ঞাপনের হাত ধরেই এমন কিছু মুখের সঙ্গে আমাদের পরিচিতি ঘটে, যা ভীষণভাবে মনে থেকে যায় আমাদের। কিছু কিছু বিজ্ঞাপন তার কনসেপ্ট বা ভাবধারায় মন জিতে নেই তো কোনওটা আকর্ষণীয় হয়ে ওঠে তার কুশীলবদের অভিনয় ও আবেদনে অথবা নেহাতই লুকে। এমনই একটি বিজ্ঞাপন ছিল এয়ারটেলের বিজ্ঞাপন। যার আকর্ষণ নিঃসন্দেহে ছিলেন এয়ারটেলের ৪’জি গার্ল, সাশা ছেত্রী। মনে আছে তাকে? চলুন জেনে নেওয়া যাক আজকাল কী নিয়ে ব্যস্ত সেই মেয়ে?
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
আজ তিনি কোথায়? জানা যাচ্ছে বর্তমানে অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও যোগদান করেছেন সাশা। তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই তার ঝলক মিলবে। তবে সোশ্যাল মিডিয়ার পাতায় তিনি সেভাবে সক্রিয় নন। নেটদুনিয়ায় তিনি নেটিজেনদের মাঝে বেশ জনপ্রিয়। ইনস্টাগ্রামের পাতায় তার ফলোয়ার্স সংখ্যা ১ লাখের উপর। তবে অনেকেই ভীষণভাবে পরিচিত এই এয়ারটেল গার্লের আসল পরিচয় জানতেন না।
advertisement
advertisement
advertisement