Airtel Girl: এয়ারটেল 4’G গার্লকে মনে আছে? চেনেন তাঁর আজকের Bold অবতার? দেখুন...

Last Updated:
Airtel Girl: ইনস্টাগ্রামের পাতায় তার ফলোয়ার্স সংখ্যা ১ লাখের উপর। তবে অনেকেই ভীষণভাবে পরিচিত এই এয়ারটেল গার্লের আসল পরিচয় জানতেন না।
1/10
বিনোদন জগতে একটা বড় ভূমিকা পালন করে বিজ্ঞাপন। এই বিজ্ঞাপনের হাত ধরেই এমন কিছু মুখের সঙ্গে আমাদের পরিচিতি ঘটে, যা ভীষণভাবে মনে থেকে যায় আমাদের। কিছু কিছু বিজ্ঞাপন তার কনসেপ্ট বা ভাবধারায় মন জিতে নেই তো কোনওটা আকর্ষণীয় হয়ে ওঠে তার কুশীলবদের অভিনয় ও আবেদনে অথবা নেহাতই লুকে। এমনই একটি বিজ্ঞাপন ছিল এয়ারটেলের বিজ্ঞাপন। যার আকর্ষণ নিঃসন্দেহে ছিলেন এয়ারটেলের ৪’জি গার্ল, সাশা ছেত্রী। মনে আছে তাকে? চলুন জেনে নেওয়া যাক আজকাল কী নিয়ে ব্যস্ত সেই মেয়ে?
বিনোদন জগতে একটা বড় ভূমিকা পালন করে বিজ্ঞাপন। এই বিজ্ঞাপনের হাত ধরেই এমন কিছু মুখের সঙ্গে আমাদের পরিচিতি ঘটে, যা ভীষণভাবে মনে থেকে যায় আমাদের। কিছু কিছু বিজ্ঞাপন তার কনসেপ্ট বা ভাবধারায় মন জিতে নেই তো কোনওটা আকর্ষণীয় হয়ে ওঠে তার কুশীলবদের অভিনয় ও আবেদনে অথবা নেহাতই লুকে। এমনই একটি বিজ্ঞাপন ছিল এয়ারটেলের বিজ্ঞাপন। যার আকর্ষণ নিঃসন্দেহে ছিলেন এয়ারটেলের ৪’জি গার্ল, সাশা ছেত্রী। মনে আছে তাকে? চলুন জেনে নেওয়া যাক আজকাল কী নিয়ে ব্যস্ত সেই মেয়ে?
advertisement
2/10
অল্পদিনেই বিজ্ঞাপনকে জনপ্রিয়তার শিখরে নিয়ে গিয়েছিলেন এয়ারটেলের সেই ৪’জি গার্ল, সাশা ছেত্রী। যিনি একটা সময়ে এয়ারটেল গার্ল নামেই পরিচিত হয়েছিলেন সকলের মাঝে। এয়ারটেলের কথা উঠলেই প্রথমেই যার কথা মাথায় আসতো তিনি হলেন সাশা।
অল্পদিনেই বিজ্ঞাপনকে জনপ্রিয়তার শিখরে নিয়ে গিয়েছিলেন এয়ারটেলের সেই ৪’জি গার্ল, সাশা ছেত্রী। যিনি একটা সময়ে এয়ারটেল গার্ল নামেই পরিচিত হয়েছিলেন সকলের মাঝে। এয়ারটেলের কথা উঠলেই প্রথমেই যার কথা মাথায় আসতো তিনি হলেন সাশা।
advertisement
3/10
 অল্পদিনেই বিজ্ঞাপনকে জনপ্রিয়তার শিখরে নিয়ে গিয়েছিলেন এয়ারটেলের সেই ৪’জি গার্ল, সাশা ছেত্রী। যিনি একটা সময়ে এয়ারটেল গার্ল নামেই পরিচিত হয়েছিলেন সকলের মাঝে। এয়ারটেলের কথা উঠলেই প্রথমেই যার কথা মাথায় আসতো তিনি হলেন সাশা।
অল্পদিনেই বিজ্ঞাপনকে জনপ্রিয়তার শিখরে নিয়ে গিয়েছিলেন এয়ারটেলের সেই ৪’জি গার্ল, সাশা ছেত্রী। যিনি একটা সময়ে এয়ারটেল গার্ল নামেই পরিচিত হয়েছিলেন সকলের মাঝে। এয়ারটেলের কথা উঠলেই প্রথমেই যার কথা মাথায় আসতো তিনি হলেন সাশা।
advertisement
4/10
শোনা যায়, প্রথমেই তিনি এয়ারটেলের হয়ে বিজ্ঞাপন দিতে রাজি ছিলেন না। কারণ তাকে তার লম্বা চুল কেটে ফেলতে বলা হয়েছিল এই বিজ্ঞাপনের জন্য। প্রথমে রাজি না থাকলেও, পরে তিনি রাজি হয়ে যান। অল্প সময়েই গোটা দেশের মানুষের কাছে 'এয়ারটেল গার্ল' হিসাবে পরিচিত হয়ে উঠেছিলেন অল্পবয়সি এই তরুণী।
শোনা যায়, প্রথমেই তিনি এয়ারটেলের হয়ে বিজ্ঞাপন দিতে রাজি ছিলেন না। কারণ তাকে তার লম্বা চুল কেটে ফেলতে বলা হয়েছিল এই বিজ্ঞাপনের জন্য। প্রথমে রাজি না থাকলেও, পরে তিনি রাজি হয়ে যান। অল্প সময়েই গোটা দেশের মানুষের কাছে 'এয়ারটেল গার্ল' হিসাবে পরিচিত হয়ে উঠেছিলেন অল্পবয়সি এই তরুণী।
advertisement
5/10
প্রথমে রাজি না থাকলেও, পরে তিনি রাজি হয়ে যান। অল্প সময়েই গোটা দেশের মানুষের কাছে 'এয়ারটেল গার্ল' হিসাবে পরিচিত হয়ে উঠেছিলেন অল্পবয়সি এই তরুণী।
প্রথমে রাজি না থাকলেও, পরে তিনি রাজি হয়ে যান। অল্প সময়েই গোটা দেশের মানুষের কাছে 'এয়ারটেল গার্ল' হিসাবে পরিচিত হয়ে উঠেছিলেন অল্পবয়সি এই তরুণী।
advertisement
6/10
২০১৫ থেকে এয়ারটেলের ৪’জি গার্ল হিসেবেই পরিচিতি পেতে শুরু করেন সাশা ছেত্রী। একটা সময় সোশ্যাল মিডিয়ায় রাতারাতি সেনসেশন হয়ে উঠেছিলেন সাশা। এয়ারটেলের একাধিক বিজ্ঞাপনের মুখ হিসেবে চারিদিকে তার হোডিং ছেয়ে গিয়েছিল। বলাই বাহুল্য, এখনও বহু মানুষের কাছে তিনি এয়ারটেল গার্ল নামেই পরিচিত।
২০১৫ থেকে এয়ারটেলের ৪’জি গার্ল হিসেবেই পরিচিতি পেতে শুরু করেন সাশা ছেত্রী। একটা সময় সোশ্যাল মিডিয়ায় রাতারাতি সেনসেশন হয়ে উঠেছিলেন সাশা। এয়ারটেলের একাধিক বিজ্ঞাপনের মুখ হিসেবে চারিদিকে তার হোডিং ছেয়ে গিয়েছিল। বলাই বাহুল্য, এখনও বহু মানুষের কাছে তিনি এয়ারটেল গার্ল নামেই পরিচিত।
advertisement
7/10
আজ তিনি কোথায়? জানা যাচ্ছে বর্তমানে অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও যোগদান করেছেন সাশা। তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই তার ঝলক মিলবে। তবে সোশ্যাল মিডিয়ার পাতায় তিনি সেভাবে সক্রিয় নন। নেটদুনিয়ায় তিনি নেটিজেনদের মাঝে বেশ জনপ্রিয়। ইনস্টাগ্রামের পাতায় তার ফলোয়ার্স সংখ্যা ১ লাখের উপর। তবে অনেকেই ভীষণভাবে পরিচিত এই এয়ারটেল গার্লের আসল পরিচয় জানতেন না।
আজ তিনি কোথায়? জানা যাচ্ছে বর্তমানে অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও যোগদান করেছেন সাশা। তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই তার ঝলক মিলবে। তবে সোশ্যাল মিডিয়ার পাতায় তিনি সেভাবে সক্রিয় নন। নেটদুনিয়ায় তিনি নেটিজেনদের মাঝে বেশ জনপ্রিয়। ইনস্টাগ্রামের পাতায় তার ফলোয়ার্স সংখ্যা ১ লাখের উপর। তবে অনেকেই ভীষণভাবে পরিচিত এই এয়ারটেল গার্লের আসল পরিচয় জানতেন না।
advertisement
8/10
নেটদুনিয়ায় তিনি নেটিজেনদের মাঝে বেশ জনপ্রিয়। ইনস্টাগ্রামের পাতায় তার ফলোয়ার্স সংখ্যা ১ লাখের উপর। তবে অনেকেই ভীষণভাবে পরিচিত এই এয়ারটেল গার্লের আসল পরিচয় জানতেন না।
নেটদুনিয়ায় তিনি নেটিজেনদের মাঝে বেশ জনপ্রিয়। ইনস্টাগ্রামের পাতায় তার ফলোয়ার্স সংখ্যা ১ লাখের উপর। তবে অনেকেই ভীষণভাবে পরিচিত এই এয়ারটেল গার্লের আসল পরিচয় জানতেন না।
advertisement
9/10
১৯৯৬’তে সাশার জন্ম। দেরাদুনের স্কুল থেকেই নিজের পড়াশোনা শেষ করেছেন সাশা ছেত্রী। তিনি একজন সঙ্গীতশিল্পী হিসেবেও কাজ করেছেন। এমনকি কপিরাইটার হিসেবেও একাধিক কাজ করেছেন অল্প বয়স থেকেই।
১৯৯৬’তে সাশার জন্ম। দেরাদুনের স্কুল থেকেই নিজের পড়াশোনা শেষ করেছেন সাশা ছেত্রী। তিনি একজন সঙ্গীতশিল্পী হিসেবেও কাজ করেছেন। এমনকি কপিরাইটার হিসেবেও একাধিক কাজ করেছেন অল্প বয়স থেকেই।
advertisement
10/10
উল্লেখ্য, এয়ারটেলের পাশাপাশি ‘‌সানফিস্ট বিস্কুট’‌–এরও বিজ্ঞাপনে দেখা গিয়েছিল সাশাকে।অনেকসময় বিজ্ঞাপনের হাত ধরে পরিচিত হওয়া বহু শিল্পীর আসল পরিচয় আমাদের জানা হয় না। সকলের অলক্ষেই থেকে যান তাঁরা।
উল্লেখ্য, এয়ারটেলের পাশাপাশি ‘‌সানফিস্ট বিস্কুট’‌–এরও বিজ্ঞাপনে দেখা গিয়েছিল সাশাকে।অনেকসময় বিজ্ঞাপনের হাত ধরে পরিচিত হওয়া বহু শিল্পীর আসল পরিচয় আমাদের জানা হয় না। সকলের অলক্ষেই থেকে যান তাঁরা।
advertisement
advertisement
advertisement