Affair With Older Women: পুরুষরা কী কারণে বয়সে বড় নারীর প্রেমে পড়েন! কারণ শুনলে চমকে যাবেন...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Affair With Older Women: এটাই এখন নয়া ট্রেন্ড৷ কিন্তু জানেন কেন বিভিন্ন ক্ষেত্রে রিল থেকে রিয়্যাল লাইফে নিজের থেকে বয়সে বড় প্রেমিকাকেই বেছে নিচ্ছেন পুরুষরা?
ভারতীয় সমাজে বহুদিনের প্রচলিত একটি নিয়ম চলে আসছে যুগের পর যুগ ধরে। তার যে ব্যতিক্রম হয় না, তা হয়। কিন্তু এটাই প্রথা যে প্রেমিক হবেন বড় আর প্রেমিকা তার থেকে অপেক্ষাকৃত কম বয়সের। সেই পুরনো যুগ থেকে রীতি একইরকম। বিয়ের ক্ষেত্রে এমনই এক বয়সের হিসাব মেনে চলেন বেশীরভাগ মানুষ। কিন্তু সমাজের চেনা নিয়ম মানতে চান না অনেকেই। একটু অন্যরকম হতে মন চায় তাদের।
advertisement
অনেক ক্ষেত্রেই দেখা যায়, প্রেমিকের তুলনায় প্রেমিকারই বয়স বেশি। সে নিক-প্রিয়াঙ্কাই হোক কিংবা মালাইকা-অর্জুন, উদাহরণ হিসাবে ধরা যেতে পারে সুস্মিতা সেন-রোমান শলকেও। বলা যেতে পারে, এটাই এখন নয়া ট্রেন্ড৷ কিন্তু জানেন কেন বিভিন্ন ক্ষেত্রে রিল থেকে রিয়্যাল লাইফে নিজের থেকে বয়সে বড় প্রেমিকাকেই বেছে নিচ্ছেন পুরুষরা? চলুন কারণগুলো জেনে নেয়া যাক।
advertisement
১. বয়সে বড় নারীর কাছে সম্পর্ক মানে দায়িত্ব, কর্তব্য৷ অপেক্ষাকৃত পরিণত হওয়ায় তাঁর কাছে সম্পর্কের ক্ষেত্রে, জীবনের ক্ষেত্রে যুক্তিটাই প্রাধান্য পেয়ে থাকে। অন্যদিকে বয়সে ছোট প্রেমিকা মানেই তার হাজারও আবদার৷ আজ সিনেমায় নিয়ে চলো তো কাল শপিং৷ তার কাছে প্রেম মানে আবেগের রঙে স্বপ্নের জাল বোনা৷ তাই পুরুষের কাছে অনেক ক্ষেত্রেই প্রাধান্য পায় সঙ্গিনীর দায়িত্ববোধ। বর্তমান যুগে পরিবার ও অফিসের হাজারো ঝক্কি সামলে, সম্পর্কে থাকার জন্য তাই বয়সে বড় নারীদেরই বেছে নিচ্ছেন অনেকে৷
advertisement
advertisement
৩. সম্পর্ক মানেই পরিণতি পাওয়ার সুপ্ত বাসনায় একে অপরের সঙ্গে মানিয়ে নেওয়া৷ পরিণতির আগে দুপক্ষের পারিবারিক দিক থেকে নানা সমস্যা আসতে পারে৷ প্রেমিকা বয়সে ছোট হলে সমস্যাগুলো প্রেমিককেই সমাধান করতে হয়৷ কিন্তু প্রেমিকা বড় হলে, সমাধানের দায়িত্ব নেন দুজনেই৷ শুধু তাই নয়, বয়সে বড় প্রেমিকার সঙ্গে ভুল বোঝাবুঝির সমস্যাও কম৷ চ্যালেঞ্জিং পরিস্থিতি মানিয়ে নেওয়ার ক্ষমতাও তাঁদের অনেক বেশি৷
advertisement
৪. প্রেমিকা বয়সে ছোট হলে প্রেমিকের অনেক কাজে বাধা দেন। ধরুণ পার্টি হোক কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডা, একটু স্বাধীন চিন্তা, মাঝে মধ্যে হালকা মদ্যপান করেন না সে রকম আর কজনই বা আছেন! বিশেষজ্ঞদের মত, পুরুষদের প্রবণতা বলছে, এক্ষেত্রে বয়সে বড় প্রেমিকা অনেক সমঝদার বলেই মনে করেন অনেকে। তাঁদের মতে, প্রেমিকা বয়সে ছোট হলে তা নিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করবে৷ তাতে সম্পর্কে চিড় ধরার সম্ভাবনা৷
advertisement