Omega 6 Fatty Acid : হাড়ের সুস্থতা থেকে ভাল ঘুম, ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিডের অবদান অনেক

Last Updated:

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতেও এটি অতুলনীয়৷ ক্রনিক অসুখের উপসর্গ রোধ করে এই ফ্যাটি অ্যাসিড (benefits of omega 6 fatty acid)

আমাদের সার্বিক সুস্থতার পিছনে ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড বিশেষ গুরুত্বপূর্ণ৷ এর পলিআনস্যাচিওরেটেড ফ্যাটি অ্যাসিড এনার্জিবর্ধক৷ পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতেও এটি অতুলনীয়৷ ক্রনিক অসুখের উপসর্গ রোধ করে এই ফ্যাটি অ্যাসিড (benefits of omega 6 fatty acid)৷
আরও পড়ুন : ভুঁড়ির জন্য অস্বস্তিতে? তলপেটের মেদ কমানোর আয়ুর্বেদিক উপায় জেনে নিন
ওমেগা ফ্যাটি অ্যাসিডের অভাবে আমাদের শরীরে হাড়ের ক্ষতি হয়৷ ব্যাহত হয় ঘুমের চক্রও৷ মানসিক উদ্বেগ, চাপ, কাজে অনাসক্তি ও ক্লান্তিরও কারণ এর অভাব৷ কিছু গবেষণায় দাবি করা হয়েছে, ইনফ্লেম্যাটরি কন্ডিশন কমাতেও কার্যকরী ওমেগা ফ্যাটি অ্যাসিড৷
আরও পড়ুন : ফোলা টনসিলের যন্ত্রণায় কাহিল শীতে? উপশমের জন্য রইল কিছু সহজ উপায়
দৈনিক কতটা ওমেগা ৬ ফ্যাটি অ্যাসিড দরকার?
advertisement
advertisement
চিকিৎসকদের মত, ১৯ থেকে ৫০ বছর বয়সি মহিলাদের জন্য প্রতিদিন ১২ গ্রাম করে ওমেগা ৬ ফ্যাটি অ্যাসিড দরকার৷ বয়স ৫০ পেরিয়ে গেলে দৈনিক দরকার ১১ গ্রাম করে৷ পুরুষদের ক্ষেত্রে ১৯ থেকে ৫০ বছর বয়সিদের রোজ দরকার দৈনিক ১৭ গ্রাম৷ তার থেকে বেশি বয়সিদের ডায়েটে দৈনিক এর পরিমাণ হতে হবে ১৪ গ্রাম৷
advertisement
আরও পড়ুন : ছুটি শেষ বলে মনখারাপ? রইল ফের কাজে মন বসানোর সহজ উপায়
কোন কোন খাবার থেকে ওমেগা ৬ ফ্যাটি অ্যাসিড পাওয়া যাবে?
রিফাইন্ড ভেজিটেবল অয়েল ওমেগা ৬ ফ্যাটি অ্যাসিডের সেরা উৎস৷ বিভিন্ন রকমের বাদাম, বীজেও প্রচুর পরিমাণে ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড বর্তমান৷ সয়াবিন অয়েল, কর্ন অয়েল, মেয়োনিজ, ওয়ালনাট, সানফ্লাওয়ার বীজ, আমন্ড এবং কাজুবাদামে প্রচুর পরিমাণে ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড বর্তমান৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Omega 6 Fatty Acid : হাড়ের সুস্থতা থেকে ভাল ঘুম, ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিডের অবদান অনেক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement