Post Holiday Blues : ছুটি শেষ বলে মনখারাপ? রইল ফের কাজে মন বসানোর সহজ উপায়

Last Updated:

Post Holiday Blues :‘পোস্ট হলিডে ব্লুজ’ বা ছুটিশেষের মনখারাপ৷ কী করে এই মনখারাপ কাটিয়ে আবার ফিরবেন কাজের রুটিনে? তার জন্য আছে কিছু সহজ উপায়

বছরশেষে অনেকেই অফিসে নেন জমিয়ে রাখা ছুটি৷ সপ্তাহখানেকে পর ফের কাজের ফেরার পালাও ঘনিয়ে এল৷ সেটা ভেবে অনেকেরই মনমেজাজ খারাপ হয়ে যেতে পারে৷ অফিসের কাজে মন বসাতে সমস্যা হতে পারে৷ একে বলে ‘পোস্ট হলিডে ব্লুজ’ বা ছুটিশেষের মনখারাপ৷ কী করে এই মনখারাপ কাটিয়ে আবার ফিরবেন কাজের রুটিনে? তার জন্য আছে কিছু সহজ উপায়৷
# প্রথম থেকেই যে আপনার কাজে দুরন্ত গতি আসবে, তা নয়৷ বরং একটু একটু করে ফিরে আসুন কাজের রুটিনে৷ অবসর আর কাজের মধ্যে সময় ভাগ করে নিন রুটিন তৈরি করে৷ তাহলে প্রথম থেকেই অর্গানাইজড থাকবেন৷
আরও পড়ুন : ‘ভাল মেয়ে’ হয়ে ওঠার চাপ কিশোরীদের মানসিক স্বাস্থ্য বিঘ্নিত করে, বলছে গবেষণা
# জীবন মানে কাজ ও অবসরের সমাহার-মনে রাখতে হবে এই কথাটা৷ সবসময় ছুটিতে থাকলে তার মজাও মাটি৷ বরং কাজের মাঝে একটু ছুটির আমেজ উপভোগ্য৷ অবসর থেকে বেশ কিছুটা অক্সিজেন গ্রহণ করে আবার ফিরে আসুন কাজের জগতে৷
advertisement
advertisement
আরও পড়ুন : শীতেও জলশূন্য হয়ে পড়ে শরীর, এখনই সতর্ক হোন এই লক্ষণগুলিতে
# সামাজিকতা যে শুধু ছুটিতেই করা যায়, তা নয়৷ কাজের দিনেও বজায় রাখা যায় সামাজিকতা৷ কর্মব্যস্ততার মাঝে সময় বার করে গেট টুগেদারের আয়োজন করুন৷ অফিসে লাঞ্চব্রেকে ছোট্ট করে আড্ডা দিন সহকর্মীদের সঙ্গে৷
আরও পড়ুন : সহজলভ্য ঘরোয়া উপকরণের সুস্বাদু স্যুপই শীতে রোগা থাকার মূলমন্ত্র
# কমিয়ে দিন মদ্যপানের পরিমাণ৷ তাহলে আলস্য কাটিয়ে আবার ফিরতে পারবেন কাজের মেজাজে৷
advertisement
# ছোট ছোট লক্ষ্য তৈরি করুন৷ তার পর সেগুলি পূরণ করার উদ্দেশে যাত্রা শুরু করুন৷ কিছু লক্ষ্য পূর্ণ করতে পারেই দেখবেন ফিরে পেয়েছেন অনেকটা আত্মবিশ্বাস ও কর্মোদ্যোগ৷ একইসঙ্গে কাটিয়ে উঠতে পারবেন মনের দুঃখও৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Post Holiday Blues : ছুটি শেষ বলে মনখারাপ? রইল ফের কাজে মন বসানোর সহজ উপায়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement