Teenage Girls: ‘ভাল মেয়ে’ হয়ে ওঠার চাপ কিশোরীদের মানসিক স্বাস্থ্য বিঘ্নিত করে, বলছে গবেষণা

Last Updated:

কৈশোরেই মেয়েরা মানসিক সমস্যার শিকার হয় সবথেকে বেশি, বলছেন গবেষকরা (teenage girls under pressure)

ভারতীয় সমাজে মেয়েদের উপর প্রথম থেকেই চাপিয়ে দেওয়া হয় অনুশাসনের বোঝা৷ কীভাবে বসবে, কথা বলবে, হাসবে, হাঁটবে-আচরণবিধি শেখানো চলতে থাকে৷ এমনকি, তারা কী পোশাক পরবে, সেটাও তাদের চাপিয়ে দেওয়া হয় (pressure on girls)৷ এই অনুশাসনের বোঝা এবং ক্রমাগত ভাল কিছু করার চাপ তাদের অস্বস্তিতে ফেলে৷ ‘আদর্শ মেয়ে’ হয়ে ওঠার ভার প্রভাব ফেলে কিরোশীদের উপর, বলছে নতুন সমীক্ষা৷ ইংল্যান্ডের এক্সেটার বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মত, পরিচিত মণ্ডলে ক্রমাগত আদর্শ মেয়ে হয়ে থাকার চাপ কিশোরীদের মানসিক স্বাস্থ্য বিঘ্নিত করছে৷ কৈশোরেই মেয়েরা মানসিক সমস্যার শিকার হয় সবথেকে বেশি, বলছেন গবেষকরা (teenage girls under pressure)৷
আরও পড়ুন : ওমিক্রনে কতটা ক্ষতিগ্রস্ত হবে ফুসফুস? কী বলছেন চিকিৎসকরা?
ডক্টর লরেইন স্টেন্টিফোর্ডের কথায়, ‘‘আমরা আশা করি আমাদের কাজ সকলের নজর ঘোরাবে মেয়েদের মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার দিকে৷ শিক্ষাব্যবস্থা এবং পরিবেশের দিকে এই বিষয়ে আলোচনা বাড়িয়ে তুলতে অনুপ্রেরণা দেবে আমাদের কাজ৷’’
advertisement
advertisement
আরও পড়ুন : সহজলভ্য ঘরোয়া উপকরণের সুস্বাদু স্যুপই শীতে রোগা থাকার মূলমন্ত্র
‘এডুকেশনাল রিভিউ’ পত্রিকায় প্রকাশিত এই গবেষণায় বলা হয়েছে, স্কুল, পরিবার এবং পারিপার্শ্বিক থেকে আসা এই চাপ মেয়েদের উপর মানসিক উদ্বেগ সৃষ্টি করে৷ ভাল নম্বর পাওয়ার চাপ, একইসঙ্গে সক্রিয় ও জনপ্রিয় থাকার চাহিদা, পড়াশোনা এবং তার বাইরে সবকিছুতে সেরাটা উজাড় করে দেওয়ার চাহিদা সামলাতে গিয়ে মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে পড়ে কিশোরীরা৷ গবেষণায় প্রকাশ, বাড়িতে বাবা মায়ের চাপ এবং স্কুলের প্রতিযোগিতা ভবিষ্যতের অনাগত দিনগুলির প্রতি ভীতি তৈরি করে কিশোরীদের মনের মধ্যে৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Teenage Girls: ‘ভাল মেয়ে’ হয়ে ওঠার চাপ কিশোরীদের মানসিক স্বাস্থ্য বিঘ্নিত করে, বলছে গবেষণা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement